এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,০৫ নভেম্বর : আইপিএস অফিসার সম্পাথ কুমারের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে অবমাননার মামলা রজু করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । ধোনি তাঁর আবেদনে সুপ্রিম কোর্ট এবং রাজ্যের প্রতিনিধিত্বকারী কয়েকজন সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং মামলায় আপত্তিকর বক্তব্য দেওয়ার জন্য সম্পাথ কুমারকে অভিযুক্ত করেছেন । শুক্রবারই এই বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি । আগামী মঙ্গলবার এই বিষয়ে শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে ।
আসলে এই মামলাটি ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট-ফিক্সিং এর সাথে সম্পর্কিত । ওই মামলায় তদন্তকারী আধিকারিক ছিলেন আইপিএস সম্পাথ কুমার । তদন্ত প্রক্রিয়া চলার সময় তিনি মন্তব্য করেছিলেন,২০১৩ সালের আইপিএল ম্যাচে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন মহেন্দ্র সিং ধোনি । তাঁর এই মন্তব্যের পরে ধোনি মাদ্রাজ হাইকোর্টে গিয়ে সম্পাথের মুখের উপর রাশ টানা এবং ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি দাবি করেছিলেন । ধোনির দাবি ছিল,আইপিএস অফিসার সম্পথ কুমার তাঁর বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিচ্ছেন । ধোনির আবেদনের ভিত্তিতে তখন মাদ্রাজ হাইকোর্ট একটি অন্তর্বর্তী আদেশে সম্পত কুমারকে কোনও প্রকার বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার কথা বলেছিল । আদালতের এই নির্দেশের পরেও সম্পাথ কুমার সুপ্রীম কোর্টে একটি হলফনামা দাখিল করে তাতে রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী আইনজীবীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ।।