এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ জুলাই : জালনোট পাচার চক্রের এরাজ্যের দুই পান্ডাকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ ৷ পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম আসরাফ শেখ ও টনি জহিরুদ্দিন শেখ। তাদের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা এলাকায়। মঙ্গলবার মহারাষ্ট্র পুলিশ মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের সহযোগিতায় দুজনকে পাকড়াও করে ।এদিনই ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পাঁচদিনের ট্রানজিট রিম্যান্ডে মহারাষ্ট্রে নিয়ে যায় গাধিংলজ থানার পুলিশ ।
সাংবাদিকদের প্রশ্নে আসরাফ সেখ জানায় যে তার বাবা মুম্বাইয়ের ভাঙ্গারির দোকানে কাজ করে । তার বাবা জাল নোটের কারবার করে । আসরাফ জানায় যে তারা তার বাবার পাঠানো জালনোট পাচারের কাজ করত । ধৃত যুবক আরও জানিয়েছে,তার বাবা বর্তমানে ব্যাঙ্গালোরে আছে । ধৃত যুবক আক্ষেপ করে, ‘আব্বার কথা শুনেই ভুল করেছি ।’ জানা গিয়েছে, মহারাষ্ট্রের কোলাপুর জেলার গাধিংলজ থানা এলাকায় জালনোট পাচারের একটি মামলায় মুর্শিদাবাদের এই দুই ব্যক্তির যোগ মেলে। সেই সূত্র ধরেই বৈষ্ণবনগর থানার পুলিশের সহযোগিতায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ । মহারাষ্ট্র পুলিশের এক আধিকারিক পাটিল জানান, ওই মামলায় এখনও পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের সঙ্গে এই মামলার যোগসূত্র পাওয়া গিয়েছে বলে তিনি জানান ।।