এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৪ আগস্ট : মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ । মঙ্গলবার নারায়ণ রানেকে চিপলুন থেকে আটক করা হয়েছে । নির্দিষ্ট এফআইআরের ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারের প্রস্তুতি চলছে বলে পুলিশ সুত্রে খবর ।
প্রসঙ্গত, গত সোমবার কোঙ্কণ এলাকায় ‘জন আশির্বাদ যাত্রা’ র্যালিতে যোগ দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আক্রমণ করেছিলেন নারায়ণ রানে । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে নিয়ে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‘ঠাকরে জানেন না দেশ কত বছর স্বাধীন হল । আরে হীরক মহোৎসব কি ? আমি হলে কানের নিচে লাগিয়ে দিতাম । দেশের স্বাধীনতা সম্পর্কে আপনার ধারনা থাকবে না ? এটা খুবই রাগ লাগার মত বিষয় । আমি বুঝতে পারছি না সরকারটা চালাচ্ছে কারা ।’
নারায়ণ রানের এই ‘থাপ্পর’ মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে মোট চারটি এফআইআর দায়ের করা হয়েছিল বলে জানা গেছে । এরপর নাসিক পুলিশ কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারের জন্য রত্নগিরির উদ্দেশ্যে রওনা হয় । এদিকে তার আগেই রত্নগিরি আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রানে । তবে তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায় । গ্রেফতারি এড়ানোর জন্য রানে বর্তমানে বোম্বে হাইকোর্টে আবেদন করেছেন বলে খবর ।।