নমস্তেস্তু মহা-মায়ে শ্রী-পীঠে সুর-পুজিতে।
শঙ্খচক্র-গদা-হস্তে মহালক্ষ্মী নমোস্তুতে ।। ১।।
নমস্তে গরুদারুঢ়ে কোলাসুরভয়ঙ্করি ।
সর্বপাপহরে দেবী মহালক্ষ্মি নমোস্তুতে ॥২॥
সর্বজ্ঞে সর্ব-বরদে সর্ব-দৃষ্ট-ভয়ঙ্করি |
সর্ব-দুখ-হরে দেবী মহালক্ষ্মী নমোস্তুতে ||৩||
সিদ্ধি-বুদ্ধি-প্রদে দেবী ভুক্তি-মুক্তি-প্রদায়িনী |
মন্ত্র-মূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমোস্তুতে ||৫||
আদ্যন্তহীনে দেবী আদ্যশক্তিমহেশ্বরি ।
যোগ-জে যোগ-সম্ভুতে মহালক্ষ্মী নমোস্তুতে ||৬||
স্তূলা-সুক্ষ্ম-মহারৌদ্রে মহা-শক্তি-মহোদরে |
মহা-পাপ-হরে দেবী মহালক্ষ্মী নমোস্তুতে ||৭||
পদ্মাসন-স্থিত দেবী পর-ব্রহ্ম-স্বরুপিনি |
পরমেশি জগন্মাতা-মহালক্ষ্মী নমোস্তুতে ||৮||
শেতাম্বরধরে দেবীনালঙ্কারে ভূষিতে ।
জগৎস্থিতে জগন্মাতা মহালক্ষ্মী নমোস্তুতে ||৯||
পালশ্রুতি:
মহালক্ষ্মী-অষ্টকম্ স্তোত্রম্ য়ঃ পত্থেদ-ভক্তিমান-নারঃ
সর্ব-সিদ্ধিম-অবাপ্নোতি রাজ্যম্ প্রাপ্নোতি সর্বদা
এক-কালে পত্থেন-নিত্যম মহা-পাপ-বিনাশানম
দ্বী-কালাম ইয়াহ পাথেন-নিত্যম ধন-ধান্য-সমান্বিতঃ ||
ত্রি-কালম ইয়াহ পাথেন-নিত্যম মহা-শত্রু-বিনাশনাম |
মহালক্ষ্মীর-ভাবেন-নিত্যম প্রসন্ন বরদা শুভা ||
এই শ্লোক জপের উপকারিতা: যে ব্যক্তি ভক্তি সহকারে উপরোক্ত শ্লোকটি পাঠ করবে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এবং তিনি মহান ভূখণ্ডের অধিকারী হবেন। প্রতিদিন একবার এই শ্লোক জপ করলে সমস্ত পাপ নাশ হয়। প্রতিদিন দুবার এই শ্লোক জপ করলে ভক্তের ধন ও শস্য পাওয়া যাবে। দিনে তিনবার এই শ্লোকটি জপ করলে শক্তিশালী শত্রুদের ধ্বংস করতে সাহায্য করবে। এটি সর্বদা মহা লক্ষ্মীর প্রত্যক্ষ, শুভ কৃপা পেতে সক্ষম হবে।।