এইদিন ওয়েবডেস্ক,দেরাদুন,২৭ জানুয়ারী : অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর ভগবান শ্রীরাম নামের জোয়ারে ভাসছে ভারতসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষ । এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে । শোনা যাচ্ছে যে উত্তরাখণ্ডের মাদ্রাসাতেও ভগবান রামের জীবনী অধ্যয়নের ব্যবস্থা করা হচ্ছে । উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস জানিয়েছেন যে মাদ্রাসা আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসাবে শ্রীরামের পাঠ্যগুলি এখন থেকে উত্তরাখণ্ডের মাদ্রাসায়ও গ্রহণ করা হবে৷ আগামী মার্চ মাস থেকে মুসলিম ছাত্ররা নবী মোহাম্মদের সাথে ভগবান রাম সম্পর্কেও পড়াশোনা করবে। প্রসঙ্গত,উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের অধীনে ১১৭ টি মাদ্রাসা রয়েছে । আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকভাবে দেরাদুন, হরিদ্বার, উধম সিং নগর এবং নৈনিতাল জেলার মাদ্রাসার পাঠ্যক্রমে ভগবান শ্রী রামের জীবনে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শাদাব শামস।
উল্লেখ্য,শাদাব শামসও একজন বিজেপি নেতা । যিনি মাদ্রাসায় শিক্ষকতাও করেন । তিনি তার সম্প্রদায়ের আলেমদের বুঝিয়েছেন যে ধর্ম-বর্ণ নির্বিশেষে শ্রীরাম পূজা করা যায় । ভগবান শ্রীরামের মূল্যবোধ যাতে জীবনে গ্রহণ করা যায় সেই মনোভাব নিয়েই শাদাব শামস এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান । একদিকে যখন দেশের মুসলিম সম্প্রদায়ের একাংশের মানুষের মধ্যে শ্রীরাম মন্দিরের উদ্বোধন নিয়ে বিরোধের আঁচ পাওয়া যাচ্ছে, তারই মাঝে শাদাব শামসের এই উদ্যোগ দেশে সম্প্রীতির পরিবেশ গড়তে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে । ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাদাব শাসাম বলেছেন,’শিশুদের আওরঙ্গজেবের মতো নয়, শ্রীরামের মতো রোল মডেল হওয়া উচিত।’
বিংশ শতাব্দীর দার্শনিক আল্লামা ইকবালকে স্মরণ করে শাসাম বলেন,’হিন্দুস্তান শ্রীরামের জন্য গর্বিত । মানুষ তাঁকে হিন্দুস্তানের নেতা মনে করে। শুধু তাই নয়, তাঁর ভাই লক্ষ্মণ এবং দেবী সীতার জীবনী, যারা শ্রীরামের সাথে সমস্ত সুখদুঃখে পাশে ছিলেন,তাঁদের জীবনীগুলিও খুব অনুপ্রেরণাদায়ক, যা প্রতিটি ছাত্রের পড়া উচিত।’।