এইদিন ওয়েবডেস্ক,নাটোর(বাংলাদেশ),১০ মার্চ : অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটিই মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করল বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) । ধৃতের নাম মাওলানা হযরত আলী । বাংলাদেশের নাটোরের বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের পদে রয়েছেন ধৃত ব্যক্তি । বুধবার রাতে লালপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় । বৃহস্পতিবার তাকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব ।
উপজেলার দাসগ্রামে বাড়ি অভিযুক্ত হযরত আলীর । তিনি বিবাহিত । বাড়িতে রয়েছে স্ত্রী ও একাধিক সন্তান । ঘটনাটি ঘটে গত ১৮ ফেব্রুয়ারি । জানা গেছে,ওই দিন অধ্যক্ষ হযরত আলী মাদ্রাসায় যান । তিনি মোবাইল ফোন থেকে ওই ছাত্রীকে কল করেন । উপবৃত্তি সংক্রান্ত কাগজপত্রাদি সংশোধন করার বাহানায় তিনি মেয়েটিকে মাদ্রাসায় আসতে বলেন । কিছুক্ষণ পর মেয়েটি মাদ্রাসায় এলে অধ্যক্ষ তাঁর নিজের ঘরে ডেকে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ । তবে সেই সময় তিনজন ছেলে জানালা দিয়ে বিষয়টি দেখে ফেলায় মেয়েটির সম্ভ্রম রক্ষা পেয়ে যায় । হযরত আলী তখন ওই ছাত্রীকে ছেড়ে দেয় । তবে বিষয়টি যাতে কেউ না জানতে পারে তার ব্যাবস্থা করতে ওই ছাত্রীসহ ঘটনার প্রত্যক্ষদর্শী তিন ছাত্রকে বাড়িতে ডেকে এনে তিনি হুমকি দেখান বলে অভিযোগ ।
কিন্তু ঘটনার কথা কোনওভাবে ফাঁস হয়ে যায় । এরপর রবিবার কিশোরীর মা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে । এদিকে বেগতিক বুঝে চম্পট দেয় মাওলানা হযরত আলী । সে লালপুর উপজেলার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে থাকে । কিন্তু বুধরাতে গোপন সুত্র থেকে খবর পেয়ে তাঁকে পাকড়াও করে আনে র্যাব ।।