এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,২৩ ফেব্রুয়ারী : জলপাইগুড়িতে পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর । নিহতের নাম অর্জুন কুমার দাস । তার বাড়ি জলপাইগুড়ি জেলার মালবাজার সাবডিভিশনের মাল ব্লকের মন্তাদারি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন গজলডোবার অন্তর্গত মহারাজ ঘাট এলাকায় । জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাবার সাথে বাইকে চড়ে বেলাকোবা কেবল পাড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল অর্জুন । কিন্তু মহারাজ ঘাট এলাকায় বনের কাছে আসতেই একটি দলছুট হাতি আচমকা বাইকের সামনে চলে আসে । হাতিটি বাইকের পিছনে বসা অর্জুনকে শুড়ে করে তুলে মাটিতে সজোরে আছাড়া দেয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় মিলনপল্লী আউট পোস্টের পুলিশ ও বনকর্মীরা । পরে জলপাইগুড়ির জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনার ও মেয়র গৌতম দেব মৃত ছাত্রের বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন,এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করার জন্য প্রশাসনকে বলেছেন । প্রয়োজনে পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করার কথাও বলেছেন বলে তিনি জানান ।।