এইদিন ওয়েবডেস্ক,মথুরা,০৩ ডিসেম্বর : শুক্রবার উত্তরপ্রদেশের মথুরা জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা কবলে পড়ল মধ্যপ্রদেশ পুলিশের একটি গাড়ি । এই দুর্ঘটনায় মধ্যপ্রদেশের চার পুলিশ সদস্যসহ পাঁচজনের মৃত্যু হয়েছে । দূর্ঘটনায় প্রধান কনস্টেবল ভবানী প্রসাদ, মহিলা কনস্টেবল হীরা দেবী, ড্রাইভার জগদীশ, পুলিশ মিত্র রবি কুমার ও কনস্টেবল কমলেন্দ্র যাদবের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আহত হয়েছেন প্রধান কনস্টেবল রতিরাম, ধর্মেন্দ্র কুমার ও প্রীতি । হতাহত পুলিশ কর্মীরা প্রত্যেকেই মধ্যপ্রদেশের টিকমগড়ের ভুদেরা থানায় কর্মরত । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সুরির থানার পুলিশ । তাঁরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
পুলিশ সুত্রে খবর,ভুদেরা থানার অন্তর্গত এক এক যুবতীকে অপহরণ করে হরিয়ানার বাহাদুরগড়ে নিয়ে গিয়েছে জনৈক এক যুবক । মেয়েটির পরিবারের তরফ থেকে অভিযোগ পেতেই ভুদেরা থানার পুলিশের একটি দল ওই তরুনীকে উদ্ধার করতে যাচ্ছিল । এদিন ভোর সকাল প্রায় ৫ টা নাগাদ পুলিশের বোলেরো গাড়িটি মথুরা জেলার যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাবার সময় দূর্ঘটনার কবলে পড়ে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা এক্সপ্রেসওয়ের মাইল স্টোন ৮০ (সুরির) একটি ডিভাইডারে এসে সজোরে ধাক্কা দেয় । সংঘর্ষ এতটাই জোরে হয় যে, বোলেরোটি কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ পুলিশ কর্মীসহ ৪ জনের । চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কনস্টেবল কমলেন্দ্র যাদবের । দূর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । শেষে পুলিশ ক্রেনের সাহায্যে দূর্ঘটনাগ্রস্থ বোলেরো গাড়িটি সরানোর ব্যাবস্থা করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।।
ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।