এইদিন ওয়েবডেস্ক,মধ্যপ্রদেশ,২৮ সেপ্টেম্বর : “লাভ জিহাদ” রুখতে গরবা উৎসবে গুজরাট, মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলিতে কড়াকড়ি করা হয়েছে । তারপরেও এক শ্রেণীর মুসলিম যুবকদের নোংরা মানসিকতা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না । মধ্যপ্রদেশের উজ্জয়িনে এক হিন্দু মেয়ের সাথে ফারদিন খান নামে এক মুসলিম যুবক একটি গরবা অনুষ্ঠানে গিয়ে তাকে প্রলুব্ধ করে ফাঁকা গ্যারেজে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ৷ সেই সময় বজরং দলের কর্মীরা তাকে হাতেনাতে ঘরে বেদম পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ অন্যদিকে মধ্যপ্রদেশের ইন্দোরে নবরাত্রির গরবা উৎসবে মহম্মদ হামিদ রাজা নিজেকে রাহুল পরিচয় দিয়ে ঢুকে নোংরামি করতে গিয়ে পাকড়াও হয়েছে ।
প্রথম ঘটনায় জানা গেছে,মধ্যপ্রদেশের উজ্জয়িনে এক হিন্দু মেয়ের সাথে ফারদিন খান একটি গরবা অনুষ্ঠানে গিয়েছিল । তারপর সে তাকে একটি খালি গ্যারেজে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকার শুনে বজরং দলের কর্মীরা ছুটে যায় ফারদিনকে বেদম পেটানোর পর পুলিশের হাতে তুলে দেয় । এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিক শুভি বিশ্বকর্মা লিখেছেন,গরবা, ফারদিন এবং হিন্দু কর্মীরা । ফারদিন খান, একজন হিন্দু মহিলার সাথে, উজ্জয়িনে একটি গরবা অনুষ্ঠানে যোগ দিয়েছিল । গরবার পরপরই, সে যে কাজে সেখানে গিয়েছিল সেই কাজ শুরু করে দেয় । তাই,সে মেয়েটিকে কাছের একটি পরিত্যক্ত গ্যারেজে নিয়ে যায় । সতর্ক হিন্দু কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং গ্যারেজে প্রবেশ করেন। মুখোমুখি হলে, মহিলা দাবি করেন যে তাকে “শ্লীলতাহানি করা হচ্ছে”। কর্মীরা ফারদিনকে পুলিশের হাতে তুলে দেন ।
দ্বিতীয় ঘটনা প্রসঙ্গে জানা গেছে,মধ্যপ্রদেশের ইন্দোরের খাজরানা থানা এলাকায় নবরাত্রির গরবা উৎসবে মহম্মদ হামিদ রাজার নিজের ধর্ম পরিচয় গোপন করে রাহুল সেজে উৎসবে ঢুকে পড়ে । খবর অনুসারে, গরবা উৎসবে যোগদানের সময় মহম্মদ হামিদ বারবার এক তরুণীর দিকে নজর রাখছিল । সন্দেহ হওয়ায়, আয়োজকরা তার আধার কার্ড পরীক্ষা করে তার আসল পরিচয় জানতে পারে । বজরং দলের কর্মীরা হামিদ রাজাকে ধরে বেদম পিটিয়ে দেয় ।উত্তেজনার খবর পেয়ে, খাজরানা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মহম্মদ হামিদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। বজরং দলের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় গরবা উৎসবে প্রবেশের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। হিন্দু সংগঠনগুলি বলছে যে কিছু মুসলিম যুবকরা হিন্দুর ছদ্মবেশে হিন্দু মেয়েদের গরবা উৎসবে প্রবেশ করে। দুই এলাকার পুলিশ এখন দুই মুসলিম যুবকের উদ্দেশ্য তদন্ত করছে ।।