এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,০৩ অক্টোবর : মধ্যপ্রদেশের উজ্জয়নে এক কিশোরীকে ধর্ষণকারীর বেআইনিভাবে তৈরি বাড়িটি বুধবার ভেঙে ফেলা হবে বলে জানানো হয়েছে । উল্লেখ্য,গত সপ্তাহে উজ্জয়িনীর ১৫ বছরের এক কিশোরীর রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়েছিল । কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি । পাশের একটি আশ্রমের একজন কর্মী বেড়িয়ে এসে মেয়েটিকে তোয়ালে দিয়ে ঢেকে হাসপাতালে নিয়ে যান ।
এই মামলায় অভিযুক্ত ভরত সোনি নামে এক অটোরিকশা চালককে বৃহস্পতিবার গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ । বর্তমানে সে কারাগারে রয়েছে । প্রায় ৭০০ টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দীর্ঘ তদন্তের পরে ভারতকে গ্রেপ্তার করা হয়েছিল। ভরত ছাড়াও এই ঘটনায় আরও ৩০-৩৫ জন জড়িত ছিল বলে জানতে পেরেছে পুলিশ । এদিকে সিসিটিভি ফুটেজ গত সপ্তাহে সারাদেশে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় । দোষীদের কঠোর শাস্তির দাবি ওঠে ।
এখন ঘটনায় ধৃত অভিযুক্ত ভরত সোনির বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে উজ্জয়িনী মিউনিসিপ্যাল কর্পোরেশন । কর্পোরেশন জানিয়েছে যে অভিযুক্তের পরিবার বছরের পর বছর ধরে সরকারি জমিতে বাড়িতে বসবাস করছে ৷ কর্পোরেশন কমিশনার রোশন সিং বলেন, ‘এই জমিটি সরকারের, তাই এটি ভাঙতে কোনও নোটিশের প্রয়োজন নেই। পৌরসভা আগামীকাল মধ্যপ্রদেশ পুলিশের সহযোগিতায় ব্যবস্থা নেবে ।’।