এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,১৬ জানুয়ারী : শ্রী রাম কলস-অক্ষত যাত্রায় পাথরবাজির ঘটনার মূল অভিযুক্ত মহম্মদ রহিম প্যাটেলের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল মধ্যপ্রদেশ সরকার । সোমবার মধ্যপ্রদেশের শাজাপুর প্রশাসন অভিযুক্তের বাড়ির অবৈধ নির্মান বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে আসে । উল্লেখ্য,গত ৯ জানুয়ারী শাজাপুর সিটি কোতোয়ালি এলাকার অন্তর্গত সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল মাগরিয়া ( Magaria) এলাকায় রাত ৮ টার দিকে শ্রী রাম কলস-অক্ষত যাত্রায় হামলার ঘটনা ঘটেছিল । আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের জন্য স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণ বিতরণ করার উদ্দেশ্যে শাজাপুরে শ্রী রাম কলস-অক্ষত যাত্রা বের করেছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলি । ওই ধর্মীয় যাত্রাটি হররাইপুর (Harraipur) অঞ্চলের মসজিদের নিকটবর্তী এলাকায় এলে হামলা চালায় মুসলিমরা । তারা হিন্দু পূণ্যার্থীদের দিকে এলোপাথাড়ি পাথরবাজি করে । পাথর লেগে বহু পূণ্যার্থী আহত হয় । তাদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ।
ওই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে এফআইআর রজু করেছিল পুলিশ । হামলার ঘটনায় মূল অভিযুক্ত ছিল মহম্মদ রহিম প্যাটেল । তাকেও গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয় । সোমবার তার বাড়ির অবৈধ নির্মান ভেঙে দিয়েছে শাজাপুর প্রশাসন । প্রসঙ্গত,পশ্চিম মধ্যপ্রদেশের শাজাপুর জেলা আরএসএস ও বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত । দ্বিতীয়বার স্থানীয় বিজেপি বিধায়ক অরুণ ভিমাওয়াদও সোমবার রাতে শাজাপুর কোতোয়ালি থানায় পৌঁছে ধর্মীয় মিছিলে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসেন ।
এদিকে মধ্যপ্রদেশের শাজাপুরের পর এবার ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার ধনওয়ার থানার অন্তর্গত জাটাহা গ্রামে হিন্দুদের শ্রী রাম অক্ষত যাত্রায় হামলার ঘটনা ঘটেছে । মুসলিম মহিলা, শিশু, যুবক এবং বয়স্ক ব্যক্তিদের একটা দল লাঠিসোঁটা নিয়ে হিন্দুদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে । হামলায় বেশ কয়েকজন হিন্দু আহত হয়েছে । আহতদের মধ্যে সুধীর সিং নামে এক প্রতিবন্ধী যুবকের ডান হাতের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে ।।