এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,২২ মে : ‘তীর্থ-দর্শন যোজনা’য় পূণ্যার্থীদের নিখরচায় বিমানে ভ্রমণের সূযোগ করে দিল মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan) সরকার । রবিবার (২১ মে ২০২৩) উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তীর্থদর্শনে যাওয়া ৩২ জন প্রবীণ নাগরিকের হাতে বিমানের টিকিট তুলে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । এনিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে একাধিক টুইট করেছেন মুখ্যমন্ত্রী । তিনি লিখেছেন,’রামের কৃপায় আপনি তীর্থস্থানে যাবেন এবং আমরা এবং রাজ্য আপনার আশীর্বাদ পাব । জয় সিয়া রাম !’ অন্য একটি টুইটে তিনি লিখেছেন,’হর হর গঙ্গে । নর্মদে হর । গঙ্গা মাইয়াকে দেখতে যাচ্ছেন নর্মদার বাসিন্দারা ।’
মধ্যপ্রদেশের প্রবীণ নাগরিকদের জন্য ‘মুখ্যমন্ত্রী তীর্থ দর্শন যোজনা’ চালু করেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার । রবিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । এই প্রকল্পের আওতায় রাজ্যের বয়স্ক শ্রদ্ধালুদের জন্য নিখরচায় আকাশপথে ভ্রমণের সূযোগ করে দেওয়া হয়েছে । উত্তরপ্রদেশের প্রয়াগ সঙ্গম দর্শনের জন্য ২১ মে ভোপাল থেকে প্রয়াগরাজ পর্যন্ত ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷ এর দু’দিন পর মঙ্গলবার(২৩ মে ২০২৩) মধ্যপ্রদেশের আগর- মালওয়া জেলার তীর্থযাত্রীরা ইন্দোর বিমানবন্দর থেকে শিরডির উদ্দেশ্যে রওনা হবেন । আগামী ২৫ মে বেতুল জেলার তীর্থযাত্রীরা ভোপাল বিমানবন্দর থেকে আগ্রা বিমানবন্দর হয়ে মথুরা-বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হবেন । ২৬ মে দেওয়াসের তীর্থযাত্রীরা ইন্দোর বিমানবন্দর থেকে শিরডির উদ্দেশ্যে রওনা হবেন । পরে ৩ জুন খান্ডোয়ার তীর্থযাত্রীরা ইন্দোর বিমানবন্দর থেকে কলকাতা হয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হবেন বলে মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে ।
মধ্যপ্রদেশ সরকারের এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ৭,৮২,০০০ প্রবীণ প্রবীণা ৭৮২ টি বিশেষ ট্রেনে তীর্থযাত্রা করেছেন । তবে সরকারি খরচে আকাশপথে তীর্থযাত্রা পরিচালনা করার জন্য মধ্যপ্রদেশ দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে বলে দাবি করা হচ্ছে ।।