এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ সেপ্টেম্বর : কলকাতার একটি পুজোর উদ্বোধনে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওটি শেয়ার করেছেন বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি । ভিডিওতে মহিলা ও পুরুষ পরিবেষ্টিত হয়ে রঙচঙে পোশাক পরা মদন মিত্র ও সাদা শাড়ি পরে মমতা ব্যানার্জিকে দেখা গেছে । মদনকে মাইক্রোফোন হাতে একটি জনপ্রিয় গান গাইতে দেখা গেছে । সেই গানের লিরিক হল : “দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না/ছেড়ে দে নৌকা মাঝি আমি যাব মদিনা । আমার হৃদয়ে কাবা,নয়নে মদিনা…..” । মদনের গানে বিভোর মমতাকে ঘাড় দু’পাশে হেলিয়ে হাততালি দিয়ে সঙ্গত দিতে দেখা যায় ।
এদিকে পুজো মণ্ডপে মদনের এহেন গানের তীব্র সমালোচনা করেছেন তরুনজ্যোতি । তিনি প্রশ্ন তুলেছেন,”যাঁদের হৃদয়ে কাবা-মদিনা, তাঁরা দুর্গাপুজোর প্যান্ডেলে কেন?” তিনি লিখেছেন,’যাঁদের হৃদয়ে কাবা-মদিনা, তাঁরা আবার দুর্গাপুজোর প্যান্ডেলে কেন? মদন মিত্র ও মমতা ব্যানার্জিকে একান্ত অনুরোধ —আপনাদের আসল টান যদি কাবা-মদিনা হয়, তাহলে সেখানেই যান। মা দুর্গার পুজোয় ‘শো’ করার দরকার নেই। হিন্দু সমাজ এখন সব বোঝে — কে অভিনয় করছে, আর কে সত্যিকারের ভক্ত। দুর্গা পুজো আমাদের আত্মার উৎসব, এটাকে ভোটের মঞ্চ বানাবেন না।কৃপা করে হিন্দু ধর্মের আবেগ নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।’
উল্লেখ্য, শারদোৎসব -২০২৫-এ আজ মহাষষ্ঠীর সকাল পর্যন্ত তেমন কোনো অশান্তির খবর নেই এরাজ্যে । তবে কলকাতা পুলিশের কড়াকড়িতে কিছু পুজো কমিটি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে । তার মধ্যে বহু চর্চিত পুজো কমিটি হল বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো । যা ঘিরে পুলিশের সঙ্গে বেনজির সংঘাতের সৃষ্টি হয়েছে ক্লাব কর্তৃপক্ষের । সজলের অভিযোগ, “অপারেশন সিঁদূর” থিম করার অপরাধে পুলিশ শহরের প্রধান সড়ক পথগুলিতে লোহার বিশাল ব্যারিকেড করে রাস্তা সংকীর্ণ করে দিয়েছে, যাতে দর্শনার্থীদের অসুবিধার মুখে পড়তে হয় । একই অভিযোগ তুলেছে মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তারাও ৷ পঞ্চমীর রাতেই তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে মণ্ডপ বন্ধ করে দিয়েছে । অন্যদিকে সজল ঘোষও হুঁশিয়ারি দিয়েছেন যে পুলিশ এভাবে “নোংরামি” করলে তারাও পুজো বন্ধ করে দিতে বাধ্য হবেন । যদিও গতকাল মহাপঞ্চমীর রাতেও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় জলপ্লাবন দেখা যায় । দর্শনার্থীদের মূল আগ্রহ ছিল এই পুজোর “অপারেশন সিঁদূর” থিম ।।