এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ ফেব্রুয়ারী : দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মীপূজা,কার্তিক পূজোর পর বাদ গেল না সরস্বতী পূজোও । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন,’পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোর দ্বিতীয় দিনেও আক্রান্ত মা সরস্বতী।’ কোথায় কোথায় মা সরস্বতী আক্রান্ত হয়েছেন তা জানিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে । তিনি লিখেছেন,’নদীয়া জেলার চাপড়ার কলিঙ্গ এলাকায় মা সরস্বতীর মূর্তি ভাঙা হয়েছে । আবার হুগলী জেলার বলাই বেড়িয়া স্কুলে সরস্বতী পুজো বন্ধ স্থানীয় এক শ্রেণীর জনগোষ্ঠীর আপত্তির কারণে ।’
বিরোধী দলনেতা প্রমাণ স্বরূপ দুটি ভিডিও দিয়েছেন ওই পোস্টে । যার মধ্যে একটি ভিডিওতে মন্ডপের ভিতরে মাথা বিহীন সরস্বতী প্রতিমা ঘিরে স্থানীয় বাসিন্দাদের জটলা দেখা গেছে ৷ সামনেও পড়ে রয়েছে দেবী প্রতিমার ছিন্ন মাথাটি । দ্বিতীয় ভিডিও হল পথ অবরোধের । ভিডিওর পাশে সাইনবোর্ডে লেখা থেকে যেটা জানা যাচ্ছে যে হুগলি জেলার হরিপাল থানার ইলাহিপুর,বিপ্রপুরে গুস্কারা সমবার কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অফিসের সামনে পথ অবরোধ হয়েছিল । পথ অবরোধের সময় এক ব্যক্তিকে বলতে শোনা গেছে,’হুগলির বলাই বেড়িয়া স্কুলে সরস্বতী পূজো বন্ধ। স্থানীয় এক জনগোষ্ঠী আপত্তি জানিয়েছে, তাই পুলিশ প্রশাসন পুজোর অনুমতি দেয়নি । আমরা হরিপাল থানা ও বিডিও-এর কাছে যাই । বিডিও আবেদনপত্র নিতে অস্বীকার করে । থানা থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়,’এটা আমাদের এক্তিয়ারে নেই, স্কুল কর্তৃপক্ষ চাইলেই সরস্বতী পূজো করতে পারে’ । আমাদের দু’রকম কথা বলা হচ্ছে । স্কুল কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে অনুমতি দেবে থানা এবং বিডিও এবং লিখিত পারমিশন চাই । আবার থানা এবং বিডিও বলছে যে স্কুল কর্তৃপক্ষ চাইলেই পুজো করতে পারে । এইরকম ভাবে আমাদের হ্যারাস করা হচ্ছে । আমরা বিগত পাঁচ বছর ধরে এই অন্যায় মুখ বুজে সহ্য করেছি । আমরা আর সহ্য করব না ।’
তিনি আরো বলেছেন, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় । পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে…তেহট্ট,চৌহাটা,বাগনান… এমনকি কি আমাদের নসিবপুর স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেয়ার চক্রান্ত চলছে। হিন্দুদের পরম্পরা এবং সংস্কৃতির মুলে আঘাত করার চেষ্টা চলছে।’
শুভেন্দু অধিকারী লিখেছেন,’এটা সরাসরি হিন্দু আস্থার ওপর আঘাত। মায়ের আরাধনা আমাদের সংস্কৃতির অঙ্গ ও ছাত্র জীবনে বেড়ে ওঠার সঙ্গে অষ্টেপৃষ্ঠে জড়িত।এবার অন্তত হিন্দুরা জাগুন।’।