এইদিন ওয়েবডেস্ক,গোয়া,১১ ডিসেম্বর : গত ৬ ডিসেম্বর গোয়ার একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা যাওয়ার ৫ দিন পর থাইল্যান্ড থেকে গ্রেপ্তার করা হল মালিকপক্ষ “লুথরা ভাই” গৌরভ লুথরা ও সৌরভ লুথরাকে । থাইল্যান্ডে গ্রেপ্তার লুথরা ভাইদের প্রথম ছবি প্রকাশ পেয়েছে। ছবিতে, উভয় অভিযুক্তকে তাদের পাসপোর্ট প্রদর্শন করতে দেখা যাচ্ছে। গোয়ায় তাদের মালিকানাধীন নাইটক্লাব বার্চ বাই রোমিও লেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেই তারা থাইল্যান্ড পালিয়েছিল ৷ ভারত সরকার তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে।
মিডিয়ার খবর অনুযায়ী, গোয়া সরকারের অনুরোধে তাদের পাসপোর্ট বাতিলের অনুরোধের তদন্ত করছে বিদেশ মন্ত্রণালয়। তাদের দুজনের বিরুদ্ধেই ইন্টারপোলের ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছে। তদন্তে জানা গেছে যে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলাকালীন ৭ ডিসেম্বর ভোর ১:১৭ মিনিটে মেকমাইট্রিপের মাধ্যমে থাইল্যান্ডে টিকিট বুক করেছিলেন দুই ভাই।
কর্মকর্তাদের মতে, পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল যখন লোকজনকে উদ্ধার করছিল, তখন লুথরা ভাইয়েরা দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে, বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) দিল্লির একটি আদালত তাদের গ্রেফতার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে, তাদের আইনজীবীদের দাবি, তারা দুজন পালিয়ে যাননি, বরং ব্যবসায়িক ভ্রমণে ছিলেন এবং নাইটক্লাবের লাইসেন্সধারী ছিলেন, মালিক নন। উল্লেখ্য, গোয়া পুলিশ এখন পর্যন্ত ক্লাবের পাঁচজন ম্যানেজার এবং এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে লুথরা ভাইদের ব্যবসায়িক অংশীদার অজয় গুপ্তা । মঙ্গলবার দিল্লিতে গুপ্তাকে গ্রেপ্তার করা হয় এবং পরের দিন ট্রানজিট রিমান্ডে গোয়াতে আনা হয়।

