এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৭ জুলাই : উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতী নগর এলাকার দুধ বিক্রেতা মোহাম্মদ শরীফকে পুলিশ গ্রেপ্তার করেছে। মোহাম্মদ শরীফের বিরুদ্ধে দুধ সরবরাহের আগে পাত্রে থুথু ফেলার অভিযোগ রয়েছে। তার এই কাজটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই ঘটনাটি বিনয় খন্ড এলাকার, যেখানে শরীফ ‘পাপ্পু’ নামে দুধ বিক্রি করত । ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে,সে একটি বাড়িতে দুধ সরবরাহ করতে গেছে এবং দুধ সরবরাহের আগে দুধে থুথু ফেলে । বাড়ির বাইরে স্থাপিত ক্যামেরায় এই ঘৃণ্য কাজটি রেকর্ড হয়ে যায় ।
ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই মানুষ খুব ক্ষুব্ধ হয়ে ওঠে এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে। হিন্দু মহাসভার মুখপাত্র শিশির চতুর্বেদী এই ভিডিওর ভিত্তিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে বিষয়টি তদন্ত শুরু করে। কর্মকর্তারা বলছেন, ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।।

