এইদিন ওয়েবডেস্ক,নগাঁও(আসাম),১৩ মার্চ : নিজের নাম গোপন রেখে হিন্দু নামে ফেসবুকে একটি ভূয়ো অ্যাকাউন্ট খুলেছিল এক মুসলিম যুবক । নিজে বিবাহিত ও তিন সন্তানের জনক হয়েও এক হিন্দু তরুনীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল । তারপর মুসলিম যুবকের প্রেমের ফাঁদে পড়ে তার সঙ্গে পালিয়ে যায় তরুনী । যদিও তরুনীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতারের পাশাপাশি তরুনীকে উদ্ধার করতে সক্ষম হয় । ঘটনাটি আসামের নগাঁও জেলার । ধৃত যুবকের নাম রমিজুল ইসলাম । তার বাড়ি নগাঁও জেলার লাইলুরি গ্রামে । রমিজুলকে ২০২৩ সালের ১ মার্চ কেরালার এর্নাকুলাম থেকে গ্রেফতার করা হয় । গ্রেফতারির ৩ দিন পর তাকে আসামে এনে গত ৪ মার্চ আদালতে তোলা হলে আদালত ভবন থেকে লাফ দিয়ে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত । কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে । পরে চিকিৎসা শেষে তাকে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রমিজুল সোশ্যাল মিডিয়ায় মুন্না গগৈ নামে একটি অ্যাকাউন্ট খুলেছিল । নওগাঁর বাসিন্দা পূজা নামে এক হিন্দু তরুনীর সঙ্গে তার বন্ধুত্ব হয় । কয়েকদিন আলাপচারিতার পর দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। শেষে একদিন স্ত্রী ও তিন সন্তানকে ফেলে রেখে পূজার সঙ্গে নিয়ে উধাও হয়ে যায় রমিজুল । কেরালার এর্নাকুলাকে গিয়ে তরুনীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে একটা ঘর ভাড়া নেয় । জীবিকার জন্য মুরগির মাংস বিক্রি করতে শুরু করে । এদিকে মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রমিজুলের সন্ধানে নেমে পড়ে । শেষে মোবাইল ফোনের সূত্রে তার অবস্থান জানতে পারে পুলিশ । তারপর কেরালা থেকে তাকে ট্রানজিট রিমান্ডে আসামে আনা হয়।
তরুনীর অভিযোগ, ফেসবুকে নিজেকে হিন্দু পরিচয় দিয়েছিল রমিজুল ইসলাম । অন্যদিকে রমিজুলের দাবি,মেয়েটি তার আসল ধর্ম পরিচয় জানতো ।।