এইদিন বিনোদন ডেস্ক,১৪ অক্টোবর : সঙ্গীতের মাধ্যমে প্রেমের শুরু হয়েছিল । শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসে সম্পর্কের চুড়ান্ত পরিনতি দিতে যাচ্ছেন প্রখ্যাত কন্নড় সঙ্গীত পরিচালক রঘু দীক্ষিত এবং গায়িকা বারিজাশ্রী বেণুগোপাল । চলতি মাসের শেষের দিকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
বহুভাষিক লোকসংগীতের জন্য পরিচিত কন্নড় গায়ক রঘু দীক্ষিত গ্র্যামি-মনোনীত সঙ্গীতশিল্পী । অন্যদিকে গায়িকা বারিজাশ্রী ভেনুগোপাল একজন প্রখ্যাত বাঁশিবাদক বলে পরিচিত৷ এই দুই সঙ্গীত শিল্পীর মধ্যে সম্পর্কের সূচনা হয় “এনাফ ইজ এনাফ” গানের মাধ্যমে । প্রথমে বন্ধুত্ব এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয়।এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রঘু দীক্ষিত বলেন,’আমি আশা করিনি যে আমার জীবনে নতুন কোনও অধ্যায় শুরু হবে। সবকিছুই ঘটনাক্রমে ঘটে গেছে। ওয়ারিজাশ্রীর বাবা-মায়ের আশীর্বাদে, আমরা একসাথে আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে উত্তেজিত।’
রঘু দীক্ষিত এবং বারিজাশ্রী ভেনুগোপাল অনেক ভিডিও গানের অ্যালবামে একসাথে কাজ করেছেন। কোভিডের সময় তারা যে ভিডিও গানটি গেয়েছিলেন ‘ভারভাসেয় বাদবু’, তাতে জীবনে অনেক কষ্ট সহ্য করা ব্যক্তিদের মধ্যে আত্মবিশ্বাস জাগানোর জন্য জন্য তারা এই গানটি উপস্থাপন করেছলেন ।
যদিও রঘু দীক্ষিত বিখ্যাত নৃত্যশিল্পী ময়ূরী উপাধ্যায়ের সাথে বিবাহিত ছিলেন। কিন্তু দু’জনের ইগোর কারনে সেই সম্পর্ক ভেঙে যায় ।।

