এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ মার্চ : পশ্চিমবঙ্গে বাড়ছে ‘লাভ জিহাদের’ ঘটনা – এমনই দাবি করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল । আজ বুধবার তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে একটি প্রথম প্রতিবেদন রিপোর্ট (এফআইআর) অভিযোগপত্রের ছবি পোস্ট করে লিখেছেন,’লাভ জিহাদের ঘটনা বাড়ছে পশ্চিমবঙ্গেও ! বসিরহাটের মিজানুর গাজী ওরফে রোহন নামে নিজের পরিচয় দিয়ে অর্পিতা সরকার,২৩ বছর বয়সী এই হিন্দু পরিবারের মেয়েটি কে ভালবাসার ফাঁদে ফেলে মহারাষ্ট্রের অমরাবতিতে নিয়ে যায়। অর্পিতার অভিযোগ অনুসারে রোহন ওরফে মিজানুর ছিল বিবাহিত, স্ত্রীর নাম রুকসানা বেগম, এবং ছিল দুই সন্তান৷ এছাড়াও মিজানুর সোনা পাচার চক্রের সাথে জড়িত, এই সব তথ্য যখন অর্পিতা জানতে পেরে যান তখন তাঁর উপর করা হয অকথ্য অত্যাচার, বলপূর্বক বোরখা পড়ানো থেকে গো মাংস খাওয়ানো এমন কী ধর্ম পরিবর্তন করতে ও বাধ্য করা হয । অবশেষে এক স্বেচ্ছাসেবী সংস্থা ও মহারাষ্ট্র পুলিশের উদ্যোগে অর্পিতা তার পরিবারের কাছে ফিরতে পেরেছে।’ তিনি লিখেছেন,’পশ্চিমবঙ্গের একজন জনপ্রতিনিধি হিসাবে তথা এক জন হিন্দু নারী হিসাবে আমি আতঙ্কিত, এই ঘটনাটি লাভ জিহাদের জ্বলন্ত উদাহরণ।যে বা যারা হিন্দু মেয়েদের ভালবাসার জালে জড়িযে তাদের উপর নৃশংস অত্যাচার করে তাদের ধর্ম পরিবর্তনে বাধ্য করছেন তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
১৪/১২/২০২৪ তারিখের ওই এফআই আরের(নম্বর : ৯০২/২৪) কপি অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৩৭-২( অপহরণ) ও ১৪০-৩ (গোপনে এবং অন্যায়ভাবে বন্দী করা) ধারায় মামলা রজু করা হয়েছে৷।