দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৩ জানুয়ারী : মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের শিবলুন রেলগেটে রেললাইনের ওপর পাথরের মধ্যে পন্যবোঝাই লরির চাকা আটকে গিয়ে বেশ কিছুক্ষণ কাটোয়া- আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় । ফলে চুড়ান্ত নাকাল হতে হয় রেলযাত্রীদের । পরে জেসিবি দিয়ে লরিটিকে সরানোর ব্যাবস্থা করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকাল ৯ টা ৪৫ মিনিট নাগাদ পন্যবোঝাই লরিটি শিবলুন রেলগেট পারাপার হওয়ার সময় আচমকা রেললাইনের পাথরের মধ্যে লরির একটি চাকা আটকে যায় । সেই সময় ওই রেলপথ দিয়ে বালুরঘাট এক্সপ্রেস ও কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন যাওয়ার কথা । কিন্তু খবর পেয়ে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখে রেলদপ্তর । ইতিমধ্যে কাটোয়া গামী দুটি ট্রেন রওনাও হয়েছিল । কিন্তু ট্রেন দুটি শিবলুন ঢোকার আগে দাঁড় করিয়ে দেওয়া হয় ।
কাটোয়া স্টেশন ম্যানেজার অরূপ সরকার বলেন, ‘শিবলুনের ওই রেলগেটে কোনও গেটম্যান নেই । ফলে বিনা বাধাতেই লরিটি রেলগেট পারাপার করছিল । কিন্তু লরিটি লাইনের উপরে পাথরে আটকে যায় । ফলে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল ।’ তারপর সকাল ১০ টা ৫৬ মিনিট নাগাদ ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান ।।