এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৬ মার্চ : লোকসভা নির্বাচন ২০২৪- এর বিউগল বেজে গেছে ৷ পূর্ব ঘোষণা মোতাবেক আজ শনিবার বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনে ভোটের তারিখ ঘোষণা করেন মুখ্য কমিশনার রাজীব কুমার । কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুও উপস্থিত ছিলেন । ঘোষণা অনুযায়ী, ৫৪৩ আসনে সাত দফায় লোকসভা নির্বাচন হবে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারে সাত দফায় ভোট হবে। মহারাষ্ট্র ও জম্মু ও কাশ্মীরে পাঁচ দফায় ভোট হবে । কর্ণাটকে দুই দফায় নির্বাচন । প্রথম দফায় ১০২ টি আসনে ভোট হবে ১৯ এপ্রিল । এই সময়ের মধ্যে ২১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে । দ্বিতীয় দফার ৮৯টি আসনে ভোটগ্রহণ ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফায় দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে। ৭ মে তৃতীয় দফায় ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৪ টি আসনে ভোট হবে। ১৩ মে চতুর্থ দফায় ১০ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ টি আসনে ভোটগ্রহণ হবে। ২০ মে পঞ্চম দফায় ৮ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটে ৪৯ টি আসনে ভোট হবে। ২৫ মে ষষ্ঠ দফায় সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে নির্বাচন হবে। ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে। সপ্তম ও শেষ দফায় ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলে ৫৭টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ জুন ।
ফলাফলের জন্য ৩৯ দিন অপেক্ষা করতে হবে । ২৮ মার্চ বিজ্ঞপ্তি । আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৪ এপ্রিল। যাচাই-বাছাই – ৫ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ – ৮ এপ্রিল ।
দেশে মোট ভোটার ৯৬.৮৮ কোটি। ৪৯.৭ কোটি পুরুষ,৪৭.১ কোটি মহিলা, ১.৮ কোটি প্রথম ভোটার এবং ১০০ বছরের বেশি বয়সী ২.৮ লাখ ভোটার । ৮৫ বছরের বেশি বয়সীদের ঘরে বসে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, বলপ্রয়োগ করে সাধারণ নির্বাচন বানচালের যে কোনো চেষ্টা কঠোরভাবে রুখে দেওয়া হবে। এ জন্য সব নির্বাচনী এলাকায় ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা হবে। প্রতিটি কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন সিনিয়র অফিসার। সব জায়গায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সহিংসতা ছাড়া নির্বাচন পরিচালনার প্রাথমিক দায়িত্ব জেলা কালেক্টরদের।
এছাড়া তিন বছর পূর্ণ করা সমস্ত কালেক্টরকে বদলি করা হবে। টিভি, সোশ্যাল মিডিয়া, ওয়েবকাস্টিং, ১৯৫০ কল সেন্টার এবং সি-ভিজিল সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা হবে। আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় সীমান্তে বিস্তারিত চেক করা হবে। এ জন্য ড্রোন ব্যবস্থা ব্যবহারেরও নির্দেশনা দিয়েছে কমিশন ।
পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট হচ্ছে ১৯ এপ্রিল । ঐদিন উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট হবে । ২৬ শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে রায়গঞ্জ বালুরঘাট ও দার্জিলিং-এ । ৭ মে তৃতীয় দফার ভোট হবে মালদা উত্তর ও দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর ও আসানসোল লোকসভা কেন্দ্রে । ২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া ও আরামবাগ । ২৫ মে ষষ্ঠ দফায় পুরুলিয়া, বাঁকুড়া,কাঁথি,তমলুক, ঘাটাল,ঝাড়গ্রাম, মেদিনীপুর ও বিষ্ণুপুর ভোট হবে । ১লা জুন সপ্তম দফায় ভোট হবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা,দমদম, যাদবপুর জয়নগর, বসিরহাট,বারাসত, মথুরাপুর ও ডায়মন্ড হারবার ।।