দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ জানুয়ারী : অসমাপ্ত রাস্তার কাজ সমাপ্ত করার দাবিতে পূর্ব বর্ধমান জেলার ভাতার পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা । বুধবার সকাল প্রায় ১০ টা থেকে বিক্ষোভ চলে । পঞ্চায়েতের কর্মীরা কাজে যোগ দিতে এলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাতার থানার পুলিশ । তখন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা । শেষে বিক্ষোভকারীদের বুঝিয়ে সুঝিয়ে পঞ্চায়েত অফিসের তালা খোলায় পুলিশ ।
স্থানীয় সুত্রে জানা গেছে,ভাতার থানার কুলচন্ডা গ্রামে যাতায়তের রাস্তাটি ভাতার বাজারের মহাপ্রভু তলা থেকে শুরু হয়ে বর্ধমান-কাটোয়া রেললাইনের রেলগেট পেরিয়ে গ্রামের ভিতরে চলে গেছে । দীর্ঘদিন যাবৎ ওই মোড়াম রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল গ্রামে । তার জেরে সেখানে বিটুমিনের রাস্তাসহ ড্রেন নির্মান করার সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় ভাতার পঞ্চায়েত । বিগত বছরে(২০২১ সালে) এনজিআরএস প্রকল্পে ১৩৫০ মিটার দৈর্ঘ ওই রাস্তার সংস্কারের কাজ শুরু হয় ।
গ্রামবাসী তুহিন চৌধুরী,বাপি মালিকদের অভিযোগ, ‘একে রাস্তাটি নিম্নমানের সামগ্রী ও অদক্ষ শ্রমিকদের দিয়ে নির্মান করা হচ্ছিল । এমনকি মালপত্রের কোনো পরিমাপ (stack) করা হয়নি । তার উপর রাস্তার কাজ অসমাপ্ত করেই চলে গেছে ঠিকাদার । ফলে বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নাকাল হতে হচ্ছে গ্রামবাসীদেরা । প্রায়শই ছোটখাটো দূর্ঘটনা ঘটছে । তাই আমাদের দাবি অবিলম্বে রাস্তাটির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা হোক ।’ গ্রামবাসী তুহিন চৌধুরীর আরও অভিযোগ, ‘গ্রামবাসীদের আই ওয়াশ করতে রাস্তার কাজ সংক্রান্ত বিষয় নিয়ে দু’বার গ্রাম কমিটিকে চিঠিও করেছিল পঞ্চায়েত । এখন শুনছি রাস্তার কাজের বিলও নাকি জমাও পড়ে গেছে ।’
দেখুন ভিডিও :-
যদিও ভাতার পঞ্চায়েতের প্রধান পরেশনাথ চক্রবর্তী বলেন,’রাস্তাটি এনআরজিএস প্রকল্পের অধীনে নির্মান করা হচ্ছিল । কিন্তু কেন্দ্র সরকার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ায় রাস্তা নির্মানের কাজ মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে । ফের টাকা বরাদ্দ না হলে রাস্তা হবে না । করার কিছু নেই ।’ তবে কাজের বিল জমা পড়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন । তাঁর কথায়,’প্রকল্পের টাকা আসাই বন্ধ হয়ে গেছে তারপরে বিল জমা পড়ে কি করে? ওসব বাজে কথা ।’
স্থানীয় সুত্রে খবর,এদিন সকালে পঞ্চায়েত অফিসে বিক্ষোভের খবর পেয়ে বিক্ষোভকারীদের নিজের অফিসে ডেকে পাঠান ভাতারের বিডিও । তারপর একটি দল তাঁর সঙ্গে দেখা করতে যান । কুলচন্ডা গ্রামের রাস্তা নিয়ে উদ্ভুত সমস্যা সমাধানের জন্য শেষে এদিন বিকেল চারটে নাগাদ ভাতার থানায় বিডিও ও ওসির উপস্থিতিতে একটি বৈঠক হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় । সেখানে গ্রামের ৫ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত থাকবে বলে জানা গেছে ।।