এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৮ আগস্ট : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় চলতি বছরের শুরুতে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলার সাথে জড়িত এক সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে । বুধবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীর জেলার আওন্তিপোরা তহসিলের হরি পারিগাম গ্রামে তল্লাশি অভিযানের সময় এই গ্রেপ্তার করা হয়। ধৃত সন্ত্রাসীর নাম সাকিব রেয়াজ গণি । তার বাড়ি শোপিয়ান জেলার চাকি-চোলন এলাকায় । নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই সন্ত্রাসবাদী গত ২০ মে, লারিয়ারে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড।কর্তৃপক্ষ সন্ত্রাসী সাকিব রেয়াজ গণি কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন এবং সাতটি ৯ মিমি রাউন্ড গুলি উদ্ধার করেছে ।
এদিকে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের ২ পাকিস্তানি সন্ত্রাসীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী ৷ জানা গেছে,নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল একদল পাকিস্তানি সন্ত্রাসবাদী । সেই সময় নৌশেরা এলাকায় সেনা জওয়ানদের সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলির লড়াই শুরু হয়। তাতেই গুলিবিদ্ধ হয়ে নিকেশ হয় ২ সন্ত্রাসী । ওই এলাকায় আরও কোনও সন্ত্রাসী রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে সেনা।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ‘অপারেশন অখল’ চলাকালীন মোট ৬ সন্ত্রাসীকে খতম করা হয়েছিল। তবে সেই অপারেশনের চলাকালীন এক সেনাও আহত হন। ঘন জঙ্গলে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে গোয়েন্দাদের তথ্য মিলতেই শুরু হয়েছিল ‘অপারেশন অখল’। এই অভিযানে দফায় দফায় গুলির লড়াই হয় সেনা ও সন্ত্রাসবাদীদের । গত বুধবার সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জম্মুর আখনুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো কনস্টেবল রাজীব নুনিয়া ।
জম্মুর সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জম্মু X-এর একটি পোস্টে জানিয়েছে,’আমরা বিএসএফ ব্রেভহার্ট কনস্টেবল (জিডি) রাজীব নুনিয়াকে শ্রদ্ধা জানাচ্ছি, যিনি ২৭ আগস্ট ২০২৫ তারিখে জম্মু জেলার আখনুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তে অপারেশনাল মোতায়েনের সময় জাতির সেবা করার সময় কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন।’ বিএসএফ জানিয়েছে যে তার সাহস ও আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।পোস্টে লেখা হয়েছে,’তিনি অটল সাহস, অঙ্গীকার এবং নিষ্ঠার সাথে শহীদ হয়েছেন। তার আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে এবং সম্মানিত করা হবে। ডিজি বিএসএফ এবং সকল পদমর্যাদার সদস্য তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন ।’ এর আগে গত মাসে ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁও হামলায় জড়িত তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। মূলত পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই জম্মু ও কাশ্মীরে আরও বেশি করে সজাগ রয়েছে সেনা।।