প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ মে : শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকে দেওয়া হয় রান্না করা খাবার। সেই খাবারের মান নিয়ে নানা সময়ে নানা অভিযোগ উঠে থাকে। কখনও ওঠে পোকা ধরা চাল দিয়ে খাবার রান্নার অভিযোগ। আবার কখনও কখনও অঙ্গনওয়াড়ী কেন্দ্রের খিচুড়িতে সাপ বা বিছে থাকা নিয়ে তোলপাড় পড়ে যায় । এবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের ছাতিমপুর গ্রামের অঙ্গনওয়াড়ী কেন্দ্র রান্না করা খিচুড়িতে মিললো টিকটিকি। যা খেয়ে পড়ুয়ারা অসুস্থতা অনুভব করায় বুধবার চুড়ান্ত ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ে ওই আঙ্গনওয়াড়ী কেন্দ্রে।গ্রামবাসীরা অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মীদের শাস্তির দাবীতে সরব হন। ।
গ্রামবাসী দীপালি বেগম ,সেখ কাজল,আদার হোসেন মণ্ডলরা বলেন,ছাতিমপুরের অঙ্গনওয়াড়ী কেন্দ্রটির বেহাল দশা। সেখানেই কর্মীরা অসর্তক ভাবে রান্নার কাজ করেন ।এদিন টিকটিকি সহই
অঙ্গনওয়াড়ী কেন্দ্রে রান্না হয়ে যায় খিচুড়ি।সেই খিচুড়ি খেতে দেওয়া হয় ছোট শিশুদের। খাওয়ার পর বেশ কয়েকটি শিশু অসুস্থ বোধ করে। খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল টিম গ্রামে গিয়ে শিশুদের চিকিৎসা করে।অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মীদের গাফিলতি জন্যই এমন ঘটনা ঘটেছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেন।
এই বিষয়ে খণ্ডঘোষ ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার বরিল শর্মা বলেন,ছাতিমপুর গ্রামের
অঙ্গনওয়াড়ী কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি থাকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ ছড়ায়। সেই খবর পেয়ে আমি গ্রামে যাই। । গিয়ে দেখি খিচুড়ির মধ্যে টিকটিকি আছে। ভগ্নদশার ওই অঙ্গনওয়াড়ী কেন্দ্রের হেলপারকে দু’মাস আগে সাপে কামড়ে ছিল। বরিল শর্মা এও জানান,গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে এই অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ওয়ার্কার ও হেল্পারকে অন্যত্র বদলি করা হচ্ছে। দু’জনের বিরুদ্ধেই আরো কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
খণ্ডঘোষের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি থাকা নিয়ে এদিন যে ধরণের ক্ষোভ বিক্ষোভ ছড়ায় তেমনাটাই কয়েকমাস আগে ঘটেছিল জেলার জামালপুরে। সেবার জামালপুরের বাগকালাপাহাড় গ্রামের অঙ্গনওয়াড়ী কেন্দ্রের খাবারে মিলেছিল সাপের বাচ্চা । এছাড়াও মাস খানেক আগে নদিয়ার চাপড়ার ডোমপুকুর গ্রামের অঙ্গনওয়াড়ী কেন্দ্রের খাবারেও সাপ থাকা নিয়ে তুমুল হুলস্থুল বাধে।
একই মাসের শেষ দিকে বীরভূমের কীর্ণাহারের একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের খাবারে বিছে থাকা নিয়ে বিক্ষোভ চরমে ওঠে। এ সব নিয়ে প্রশাসনিক মহলেও ব্যাপক আলোড়ন পড়ে।দোষী কর্মীকে শোকজ করা হয় দপ্তরের পক্ষ থেকে।তবুও
অঙ্গনওয়াড়ী কেন্দ্রের খাবার নিয়ে অভিযোগ ওঠা বন্ধ হচ্ছে না। কবে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের খাবারে
নিয়ে অভিযোগ ওঠা বন্ধ হবে তার উত্তর আজানাই রয়ে গিয়েছে ।।