শ্যামসুন্দর ঘোষ,কালনা(পূর্ব বর্ধমান),০৮ এপ্রিল : সোমবার পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে রামনবমীর শোভাযাত্রায় নজর কাড়ল খুদে রাম-সীতা ও লক্ষ্মণ । হুডখোলা গাড়িতে তীর-ধনুক হাতে নীলাম্বর রামকে লাল পাড়ের শাড়ি পরা সীতার সঙ্গে জমিয়ে গল্প করতে দেখা গেল । রামের ডান পাশে খুদে লক্ষ্মণকে তির ধনুক হাতে দাদা-বউদির নিরাপত্তায় অত্যন্ত সতর্ক থাকতে দেখা যায় ৷ সোমবার বিকেলের এই দৃশ্য সকলের নজর কাড়ে ।
শ্রীরাম নবমী উদযাপন সমিতির পরিচালনায় সোমবার বিকেলে কালনার আরএমসি মার্কেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় । শোভাযাত্রায় শিশু ও বৃদ্ধবৃদ্ধারাও অংশ গ্রহন করে । কোথাও তরবারি হাতে নাচ, কোথাও রাধা কৃষ্ণের লীলা কীর্তন প্রদর্শিত হয় । এরই মাঝে উঠে আসে বাংলাদেশী হিন্দুদের প্রতি অত্যাচার ও সদ্য ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের প্রসঙ্গও । কালনার কল্যাণপুর পঞ্চায়েতের বিজেপির এক সদস্য রামনবমীর মিছিল থেকে এই প্রসঙ্গগুলি তুলে ধরেন।
শোভাযাত্রায় কালনা থানা পুলিশের কঠোর নিরাপত্তা লক্ষ্য করা যায় । নিরাপত্তার তদারকি করেন খোদ এসডিপিও রাকেশ চৌধুরী । বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা সন্ধ্যা পর্যন্ত চলে। প্রায় ১০ হাজার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল বলে দাবি উদ্যোক্তাদের ।।