এইদিন স্পোর্টস নিউজ,১৬ ডিসেম্বর : গত বছরের ডিসেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা । অভাবনীয় এই সাফল্যের অন্যতম নায়ক আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি । বিশ্বকাপে সাতটি গোল ও তিনটি গোলের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল । মেসির হাতেই ওঠে গোল্ডেন বল ও সিলভার বুট । এই সাফল্য তাকেও নিয়ে গেছে অনন্য উচ্চতায় ।
বিশ্বকাপ জয়ে আলাদাভাবে বিপুল লাভের মুখ দেখেছেন খোদ মেসি । শুধু বাণিজ্যিক ভাবে কদর বাড়াই নয়,অবিশ্বাস্য দামে বিক্রি হল লিওনেল মেসির জার্সি । । বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নিলামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পরে খেলা মেসির জার্সি ৭.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে । ভারতীয় মূদ্রার যা প্রায় ৬৫ কোটি টাকা । বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের পরা জার্সি এত মূল্যে বিক্রি হওয়ার নজির নেই। এখানেও নতুন আরেকটি ইতিহাস গড়ে ফেললেন আর্জেন্টাইন অধিনায়ক । অবশ্য দেশের স্বপ্নপূরণ করার পর অবসরের ভাবনা নেই মেসির। তাকে ২০২৬ বিশ্বকাপে খেলতে আবার অনেকে আর্জি জানিয়েছেন । যদিও এই বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু জানাননি মেসি । ফলে ধোয়াশার মধ্যে আছে মেসি ভক্তরা । তবে মনে করা হচ্ছে যে আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা টুর্নামেন্টের পর আর্জেন্টিনা অধিনায়ক অবসরের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেন । এদিকে মেসির কোচ লিওনেল স্কালোনি, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তাকে পরের বিশ্বকাপেও দেখতে চেয়েছেন ।
কিন্তু বয়স ও ফিটনেসের কারনে ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা অতটা জন্য সহজ হবে না। তবু শেষ পর্যন্ত তিনি কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে আছে ফুটবল প্রেমীরা ।।