এইদিন স্পোর্টস নিউজ,২১ সেপ্টেম্বর : লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে এখন চলছে শেষের শুরু। অবসরের পর তিনি কী করবেন সেই পরিকল্পনা এখন থেকেই করছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপারস্টার। ইন্টার মিয়ামি অধিনায়ক মেসির নজর এখন হলিউডের দিকে । প্রযোজনা সংস্থা খুলেছেন ইন্টার মিয়ামি অধিনায়ক।মেসির স্বপ্নের প্রযোজনা সংস্থার নাম ‘৫২৫ রোজারিও’ । জন্মস্থানের নামেই নিজের প্রযোজনা সংস্থাটির নাম দিয়েছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠানটি ‘স্মাগলার এন্টারমেন্ট’ নামক একটি সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে।
সিনেমা থেকে তথ্যচিত্র প্রায় সব ধরনের বাণিজ্যিক ইস্যুতে বিনিয়োগ করবে মেসির প্রযোজনা প্রতিষ্ঠান। এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, টিভি রিয়েলিটি শো, চলচ্চিত্র, বাণিজ্যিক অনুষ্ঠান এবং খেলোয়াড়দের জীবনী তুলে ধরতে কাজ করবে ‘৫২৫ রোজারিও’ ।
বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমকে আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘বরাবরই বিনোদন জগত আমার পছন্দের জায়গা। সেটি মাঠে কিংবা বাইরে যেখানেই হোক। যে প্রতিষ্ঠান তৈরি করেছি সেটি নিয়ে আমি রোমাঞ্চিত। বিশ্বজুড়ে এটি আমরা ছড়িয়ে দিতে চাই।’
‘স্মাগলার এন্টারমেন্ট’ ইতোমধ্যে মেসিকে নিয়ে দুটি তথ্যচিত্র বানিয়েছে। একটি ‘মেসিস ওয়ার্ল্ড কাপ: দ্য রাইজ অফ এ লিজেন্ড’ এবং অন্যটি ‘মেসি মিট্স আমেরিকা’। তথ্যচিত্র দুটির মাধ্যমে মেসিকে নতুনভাবে বিশ্বে পরিচয় করিয়ে দিতে চায় তারা।
‘৫২৫ রোজারিও’ এবং ‘স্মাগলার এন্টারমেন্ট’ জানিয়েছে, মেসির পরিবারের সদস্যরাও প্রযোজনা সংস্থার হয়ে কাজ করবেন। বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করাই তাদের লক্ষ্য। এই লক্ষ্যে মেসি অ্যান্ড কোম্পানি পৌঁছাতে পারেন কিনা সেটিই দেখার অপেক্ষা।।