এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,৩০ নভেম্বর : সপ্তমবার ব্যালন ডি অর জিতে রেকর্ড গড়লেন ৩৪ বর্ষীয় লিওনেল মেসি । এর আগে তিনি ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার এবং ২০১৫ ও ২০১৯ সালে এই পুরস্কার জিতেছিলেন । ফ্রান্সের প্যারিসের থিয়েখ দু শাতেলের আলোক ঝলমলে মঞ্চে সপ্তমবারের জন্য ব্যালন ডি অর তুলে দেওয়া হল আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের হাতে । ইয়োহান ক্রুইফ জীবদ্দশায় একবার ভবিষ্যদ্বাণী করে বলছিলেন লিওনেল মেসি সর্বোচ্চ ব্যালন ডি অর জয়ী খেলোয়াড় হবেন লিওনেল । অবশেষে তাঁর সেই ভবিষ্যদ্বাণীই সত্যি প্রমানিত হল ।
ব্যালন ডি’অর হল ফুটবলারদের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট । পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে দেওয়া হচ্ছে ।প্রথমবার এই পুরস্কার পেয়েছিলেন স্ট্যানলি ম্যাথুস । তবে এই পুরষ্কার পাওয়ার দুটি শর্ত আছে । প্রথমত, ফুটবলারকে ইউরোপীয় হতে হবে । তা না হলে খেলতে হবে ইউরোপের কোনও লিগে । এই নিয়মের কারণেই ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই পুরস্কারটি কখনোই হাতে নিতে পারেননি ফুটবলের দুই কিংবদন্তি পেলে আর ম্যারাডোনা । পেলে তো ইউরোপে খেলতেই আসেননি । আর ম্যারাডোনা ইউরোপ খেলতে এলেও তিনি দক্ষিণ আমেরিকান হওয়ায় এই পুরস্কারের জন্য তাঁর নাম বিবেচিত হননি । কিন্তু মারাদোনা ব্যালন ডি অর না পেলেও তাঁর দেশের আর এক ফুটবলার সর্বাধিকবার এই পুরষ্কার পেয়ে বিরল কৃতিত্ব অর্জন করলেন ।
২০২১ সালের বর্ষসেরা ফুটবলার জয়ের পথে মেসি পেয়েছিলেন সর্বাধিক ৬১৩ ভোট । তাঁর ঠিক পরেই বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি ৫৮০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকেন । ৪৬০ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইতালির হয়ে ইউরো জেতা মিডফিল্ডার জর্জিনহো । দুই ফরাসি করিম বেনজেমা ও এনগোলো কান্তে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে ছিলেন । ৫ বারের ব্যালন ডি অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন ৬ষ্ঠ অবস্থানে ।
২০২১ সালের পারফর্ম্যান্সের বিচারে লিওনেল মেসিকে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করা হয় । তাঁর নেতৃত্বে ২৮ বছরের খরা কাটিয়ে কোপা আমেরিকা কাপ জেতে আর্জেন্টিনা । বার্সেলোনাকে জিতিয়েছেন কোপা ডেল রে কাপ । এছাড়া, কোপা আমেরিকার সেরা খেলোয়াড় আর সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি । এছাড়া গত বারের লা লিগার সর্বোচ্চ গোলদাতার খেতেবও পেয়েছিলেন মেসি । সব মিলিয়ে চলতি বছরে ৪০ গোল করা মেসির চেয়ে যোগ্য আর কেউ ছিলেন না ।।
ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।