এইদিন ওয়েবডেস্ক,বার্সেলোনা,০৮ আগস্ট : দীর্ঘ ১৭ বছর পর বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি । দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন হওয়ায় স্বভাবতই আবেগতাড়িত হয়ে পড়েন কিংবদন্তি এই ফুটবল খেলোয়াড় । রবিবার ক্লাব দ্বারা আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মেসি । মেসি তাঁর ভাষনে বলেন, ‘প্রায় পুরো জীবন কাটানোর পর দলকে ছেড়ে যাওয়া খুবই কঠিন । আমি মনের দিক থেকে একদম তৈরি ছিলাম না । ক্লাব আমার কাছে নিজের বাড়ির মতই ছিল । আমার বিশ্বাস ছিল আমি ক্লাবের সাথেই থাকবো ।’
তিনি বলেন, ‘এটা ভেবে খারাপ লাগছে যে,স্প্যানিশ লিগের আর্থিক নিয়মের কারণে ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করা অসম্ভব হয়ে গিয়েছিল ।’ এদিকে বার্সেলোনা ছাড়ার পর মেসি পিএসজি ক্লাবে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা চলছে । মেসি ২০০৪ সাল থেকে বার্সিলোনার হয়ে খেলছেন । মোট ৭৭৮ টি ম্যাচ খেলেছেন । ৫২০ ম্যাচে ৪৭৪ টি গোল করে স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন মেসি । বার্সিলোনার হয়ে সর্বোচ্চ গোল দেওয়ায় খেতাবও পেয়েছেন মেসি । তিনি মোট ৬৭২ টি গোল দিয়েছেন ।।