এইদিন স্পোর্টস নিউজ,১৩ জুলাই : মেসির অবিশ্বাস্য যাত্রার শেষ দেখতে চলেছেন ফুটবল বিশ্ব। আগামী সোমবার (১৫ জুলাই) সকালে আর্জেন্টিনা ও কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি খেলবে যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেনসে। আর এই ম্যাচের পরেই লিওনেল মেসি ফুটবলকে বিদায় জানাবেন বলে দাবি আর্জেন্টিনার সাংবাদিক হোসে আরমান্দোর।
জাতীয় দলের হয়ে সব জয় করেছেন লিওনেল মেসি। কোপা আমেরিকার পরে ফুটবল বিশ্বকাপও ছিনিয়ে এনেছেন তিনি। ক্লাব ও জাতীয় দলে কোনো অপূর্ণতা নেই তার । মেসির দীর্ঘদিনের সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া অবসর নেবেন এই ফাইনালের পরেই । মেসি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, এটিই তার শেষ কোপা আমেরিকা টুর্নামেন্ট। এরপর তিনি আর খেলবেন না। ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র,কানাডা ও মেক্সিকোয়। মেসির পরিবার এখন যুক্তরাষ্ট্রেই থাকেন। ইন্টার মিয়ামিতে খেলেন মেসি । ফুটবল সমর্থকরা আশা করেছিলেন ২০২৬ বিশ্বকাপে হয়তো মেসি খেলবেন। তখন মেসির তবে তখন বয়স হবে ৩৯।
কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচটি জিতে গেলে পরিবেশ কেমন হবে সেটাও ভাবতে হবে। আবার হেরে গেলে কি পরিস্থিতি হয় সেটাও দেখতে হবে। মেসি এই কোপা আমেরিকার এমন এক (২০১৬) ফাইনাল হেরে আবেগে অবসরের ঘোষণা দিয়ে ফেলেন । পরে আবার ফিরেও আসেন। তবে মেসির ক্যারিয়ার পূর্ণ। এখন তিনি অবসরে যেতেই পারেন।
চলতি কোপা আমেরিকায়ও মেসি চোটেও পড়েন। গ্রুপ পর্বের শেষ ম্যাচ তিনি বিশ্রাম নেন। আবার কোয়ার্টার ফাইনালে ফেরেন তিনি। ফর্মও আগের মতো নেই। চার ম্যাচে একটি গোল করেছেন মেসি । এদিকে ডিপোর্তে টোটাল ইউএসএ তে কাজ করা সংবাদকর্মী মেসির অবসরের ইঙ্গিত দিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘আমার মনে হয় রবিবার কোপা আমেরিকার ফাইনালে মেসি আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে চলেছেন। সে এটা আগে থেকে না জানানোর কারণ রয়েছে, আমরা সবাই ডি মারিয়ার বিদায় ভালোমতো করতে চাই। তবে, তার সাম্প্রতিক কথাবার্তা শুনে আমার এটাই মনে হচ্ছে কোপা আমেরিকার ফাইনালই তার শেষ ম্যাচ।’।