এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ সেপ্টেম্বর : গুজব রটেছিল মহকুমাশাসকের দফতর থেকে কোভিড ভ্যাকসিনের টিকার কুপন বিলি করা হবে । আর তার জেরে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মহকুমাশাসকের দফতরের সামনে ঠায় দাঁড়িয়ে রইলেন শতাধিক মহিলা ও পুরুষ । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার । ভিড়ের জেরে দপ্তরের সামনে সড়ক পথে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে এদিন সকাল ১১ টা নাগাদ ঘটনাস্থলে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে পাঠান মহকুমাশাসক । শেষে তাঁর কাছ থেকে অপেক্ষমান মানুষজন জানতে পারেন কুপন দেওয়ার কথা আদপেই ঘোষণা করা হয়নি । ফলে সকলে হতাশ হয়ে বাড়ি ফিরে যান ।
স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে কাটোয়া মহকুমাশাসকের দফতরের সামনে প্রচুর পুরুষ মহিলা লাইনে দাঁড়িয়ে রয়েছেন । এমনকি অনেক বৃদ্ধ-বৃদ্ধাকেও লাইনে অপেক্ষা করতে দেখা যায় । প্রথম দিকে শ’পাঁচেক মানুষ লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেলেও বেলা গড়াতে তা হাজার ছাড়িয়ে যায় । লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের জিজ্ঞাসা করে জানতে পারা যায় এদিন নাকি মহকুমা শাসকের দপ্তর থেকে করোনার টিকার জন্য কুপন বিলি করা হবে ৷ তবে কাটোয়ার মহকুমাশাসক জামিল ফতেমা জেবা বলেন, ‘কোনওভাবে গুজব রটেছিল । কিন্তু আসলে আমাদের অফিস থেকে ভ্যাকসিনের কুপন দেওয়া হবে না । গুজবের জেরে অকারন মানুষজনদের হয়রানির শিকার হতে হল ।’
এদিকে লাইনে দাঁড়িয়ে থাকা রাধারাণি সরকার, শেখ আমিরুলরা বলেন, ‘আমাদের অনেক দুরে বাড়ি । তাই জানতে পেরে রবিবার রাত থেকেই লাইনে এসে দাঁড়িয়েছিলাম । কিন্তু বেলার দিকে বলা হল কুপন দেওয়া হবে না । তাই ফিরে যেতে হচ্ছে । এটা আদপে গুজব রটেছিল তা আমরা জানতাম না । তবে যদি আগের দিন রাতেই বলে দেওয়া হত তাহলে আমাদের অকারন হয়রানি হত না ।’
যদিও মহকুমাশাসক লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের আশ্বস্ত করে জানিয়েছেন,তাঁরা প্রত্যেকেই ভ্যাকসিন পাবেন । স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সকলকে ভ্যকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে । জেলা প্রশাসনের নির্দেশ পেলেই এই প্রক্রিয়া শুরু করা হবে ।।