এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১০ আগস্ট : রাজ্যের সরকারি হাসপাতাল নিয়ে একের পর এক বিতর্কের সৃষ্টি হচ্ছে । শুক্রবার কলকাতার আরজি কর হাসপাতালে এক তরুনী চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের পর তোলপাড় গোটা দেশ । কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল স্বীকার করে নিয়েছেন যে আরজি কর হাসপাতালে মৃত তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তের পর যৌন নির্যাতনের প্রমান পাওয়া গেছে । সেই বিতর্ক মিটতে না মিটতেই ভাতার হাসপাতালের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ভাতার থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে । সেই সময় সে মদ্যপ অবস্থাতে ছিল বলে অভিযোগ । এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ‘প্রতীকি কর্মবিরতি’ পালন করে ভাতার থানায় তুমুল বিক্ষোভ দেখান । তারা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান । আন্দোলনকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডেপুটি সিএমওএইচ-২ সূবর্ণ গোস্বামী ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিক ।
জানা গেছে,আজ শনিবার বর্ধমানেশ্বর মহাদেবের আবির্ভাব তিথি উদযাপন হচ্ছে । তার আগে মহাদেবের জলাভিষেকের জন্য শুক্রবার কয়েক হাজার পূণ্যার্থী অসংখ্য গাড়িতে চড়ে কাটোয়ায় ভাগিরথীর ঘাটে পূণ্যস্নান ও কলসে গঙ্গাজল আনতে গিয়েছিলেন । প্রায় রাতভর পূণ্যার্থীরা কলসে গঙ্গাজল নিয়ে বর্ধমান শহরে বর্ধমানেশ্বর মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হন । সেই সময় অনেক দুর্ঘটনাও ঘটে । তাই প্রায় রাতভর ভাতার হাসপাতালে আহতদের আনাগোনা লেগেই ছিল ।
জানা যায়, সেই সময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন শিশু বিশেষজ্ঞ এক মহিলা চিকিৎসক । তিনি বলেন,’আমি তখন আহতদের চিকিৎসা করছিলাম । প্রায় ২-১৫ নাগাদ সুশান্ত রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ার এসে আমায় বলে যে তার পেটে ব্যাথা এবং ও মাথা ঘুরছে । সেই অনুযায়ী আমি তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে দিই । তবুও সে আমার সাথে চুড়ান্ত দুর্ব্যবহার করতে থাকে । আমাকে হুমকি দিয়ে বলেন,’আরজি করে কি হয়েছে জানেন তো ?’ তিনি আরও বলেন,’কলকাতার আরজি কর হাসপাতালে এক তরুনী চিকিৎসককে যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বলে শুনেছি । এদিকে ভাতার থানার ওই সিভিক ভলেন্টিয়ার সেই সময় মদ্যপ অবস্থাতেও ছিল । তাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম ।’
ডেপুটি সি এম ও এইচ সূবর্ণ গোস্বামী বলেন,’ভাতার থানার এক সিভিক ভলেন্টিয়ার মদ্যপবস্থায় আমাদের এক মহিলা চিকিৎসককে আরজি করের মতন ঘটনা ঘটানোর হুমকি দিয়েছে। অবিলম্বে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে ।’ পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে ।।