এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ জুলাই : দুর্গাপূজার মত মহরমেও শব্দবিধি মেনে বাজনা বাজানোর নির্দেশ কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে মহরমের দিন শব্দের মাত্রা যেন কোনো অবস্থাতেই ৬০ ডেসিবেল না ছাড়ায় । শব্দের মাত্রা খতিয়ে দেখার জন্য রাজ্যের দূষণ নিয়ন্ত্রণকে পর্ষদকে নির্দেশও দিয়েছে হাইকোর্ট । সেই সঙ্গে এনিয়ে কলকাতা পুলিশকে বিজ্ঞপ্তি জারি করতে বলেছে আদালত ।
আগামী ২৯ জুলাই পালিত হবে মহরম । তার আগেই মহরমের বাজনা নিয়ে আপত্তি ওঠে । বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায় । আবেদনকারীর অভিযোগ, মহরমের দিন তারস্বরে বাজনা বাজানোর কারনে এলাকার অসুস্থ মানুষ, বৃদ্ধ,শিশু এবং গৃহপালিত পশুদের সমস্যার মধ্যে পড়তে হয় । সেই কারনে মহরমের দিন শব্দ বিধি বেঁধে দেওয়ার জন্য আবেদন জানান আবেদনকারী । এদিন ওই মামলার শুনানি হয় । অবশেষে আবেদনের ভিত্তিতে মহরমের দিন শব্দ বিধি বেঁধে দিল কলকাতা হাইকোর্ট ।।