এইদিন ওয়েবডেস্ক,০৭ আগস্ট : সৌদি আরবের (Saudi Arabia) মক্কার বিখ্যাত রয়্যাল ক্লক টাওয়ারে (Makkah Royal Clock Tower) বজ্রপাতের ঘটনা ঘটেছে । আবু আলি ইংলিশ নামে এক টুইটার ইউজার্স টাওয়ারে বজ্রপাতের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘সৌদি আরবে অস্বাভাবিক গ্রীষ্মের কারনে গত রাতে পবিত্র শহর মক্কায় বজ্রঝড় আঘাত হানে । মক্কা রয়্যাল ক্লক টাওয়ারে বজ্রপাত এবং কাবা প্লাজায় ভারী বৃষ্টিপাত হয়েছে ।’
তার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে,ঘন কালো মেঘে ঢেকে গেছে মক্কার আকাশ । মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি । তারই মাঝে মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত হতে দেখা যায় ।’
উল্লেখ্য,গত কয়েকদিন ধরে সৌদি আরবের একাংশে মুশলধার বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে । এদিকে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কয়েকটি অঞ্চলে রেকর্ড গরম । কয়েক দশকের মধ্যে এবারেই সবচেয়ে উষ্ণ আবহাওয়া বলে দাবি করেছে ইউএই । সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম) তথ্য অনুযায়ী, আমিরাতে প্রায় ৩০ বছরের মধ্যে গত জুলাইয়ে সবচেয়ে উষ্ণ আবহাওয়া দেখা গেছে ।।