এইদিন ওয়েবডেস্ক,ব্যারাকপুর(উত্তর ২৪ পরগণা), ০১ জানুয়ারী : একদিকে যখন আফগানিস্তানের ভিতরে ঢুকে বিমান হামলা চালিয়ে পাকিস্তান বিমান বাহিনীর হামলায় কিছু মানুষের মৃত্যুকে কেন্দ্র করে তালিবান ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে, পাশাপাশি অন্যদিকে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি (এএ) রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত মিয়ানমারের রাখাইন অঞ্চল দখল করে নিয়েছে৷ মিয়ানমার ও বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্তের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির দখলে । গত ২৯ ডিসেম্বর, বাংলাদেশের টেকনাফ জাদিমুরার পশ্চিমাঞ্চল থেকে সন্ত্রাসী গোষ্ঠী রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরএসএ) ১৯ সদস্যকে অপহরণ করে আরাকান আর্মি। ফলে বাংলাদেশের কপালে এখন চিন্তার ভাঁজ পড়ে গেছে । এই বিষয়টি কটাক্ষ করে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাপ পাকিস্তান এবং বেটা বাংলাদেশ এখন এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করে সেটাই দেখার বিষয় ।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে সুভাষ কলোনি মোড়ে দলের সদস্যতা অভিযানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ । সেই সময় সুভাষ কলোনি মোড়ে পথসভায় তিনি বক্তব্য রাখেন । দিলীপবাবু বলেন,’একদিকে আরাকান সেনা তৎপর হয়েছে বাংলাদেশ দখলের জন্য, অপরদিকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুধু সময়ের অপেক্ষা। এবার বাংলাদেশ বুঝবে কত ধানে কত চাল। জোড়া সাঁড়াশি চাপে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ নিজে কোনওদিন যুদ্ধ করেনি। ভারতের সাহায্যে জিতে ক্ষমতার আস্ফালন দেখিয়েছে। এবার সময় এসেছে। বাপ আর বেটা (পাকিস্তান ও বাংলাদেশের) কিভাবে এই সমস্যার মোকাবিলা করে সেটা দেখার।’
বাংলাদেশের বর্তমান তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোঃ ইউনূস কে কটাক্ষ করে তিনি বলেন, ‘যে ডাইপার পরে থাকে, সে কিনা বলছে কলকাতা দখল করবে ! যারা কুকুরকে ফাঁসি দেয়, বিড়াল কে ফাঁসি দেয়, তারা কি দখল করতে পারে ভেবে দেখুন ।’ প্রসঙ্গত, দিন দুয়েক আগে বাংলাদেশে একটি কুকুর এবং একটি বন বিড়ালকে গলায় ফাঁস লাগিয়ে রাস্তার মধ্যে ঝুলিয়ে দেওয়ার ছবি ভাইরাল হয়েছিল । এ নিয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন দিলীপ ঘোষ । ব্যারাকপুরের পথসভাতেও বিষয়টি তিনি ফের উত্থাপন করেন ।
পাশাপাশি তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে কটাক্ষ করে বলেন, ‘যে সেনা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে না তারা ভারত দখলের স্বপ্ন দেখছে ।’ তিনি আরও বলেন,’ফের হয়তো নরেন্দ্র মোদিজীর পায়ে পড়ে বলবে আমাদের আরাকান আর্মি থেকে বাঁচান । যে পাকিস্তান আমাদের দয়ায় বেঁচে আছে, তাদেরও তালিবান দেশের ভিতরে পর্যন্ত ধাওয়া করছে।’
ফের একবার তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিছানা করে বলেন, ‘বিজেপি থাকলে পশ্চিমবঙ্গের অস্তিত্ব থাকবে। তা না হলে পশ্চিম বাংলাদেশে পরিণত হবে আমাদের রাজ্য।’ পাশাপাশি দলীয় কর্মীদের প্রশংসাও করেন দিলীপবাবু । তিনি বলেছেন, ‘আজ বছরের শেষ দিন, সকলে উদযাপনে মেতে। কিন্তু গোটা বছরের মতো আজকেও অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের কার্যকর্তারা। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর উদ্দেশ্য নিয়ে কাজ করছেন আমাদের কর্মীরা। তাদের এই নিষ্ঠাকে সাধুবাদ জানাই।’।