এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,৩১ মে : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার (এলইটি) প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ আব্দুল সালাম ভুট্টাভি (Hafiz Abdul Salam Bhuttavi) পাকিস্তানের একটি কারাগারে মারা গেছে । পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শেখুপুরার একটি কারাগারে হৃদরোগে আক্রান্ত ৮০ বছরের ভুট্টাভির মৃত্যু হয়েছে বলে খবর । মঙ্গলবার সকালে লাহোরের কাছে তাকে সমাধিস্ত করা হয়েছে । লস্কর-ই-তৈয়্যবার সেকেন্ড ইন কমান্ড ছিলেন ভুট্টাভি । হাফিজ সঈদের পরেই তার স্থান ছিল । ২০০৮ সালের মুম্বাই হামলাকারী জঙ্গিদের প্রস্তুত করতে ওই সন্ত্রাসবাদী সাহায্য করেছিল । সন্ত্রাসে অর্থায়নের মামলায় ২০২০ সালের আগস্টে লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত তাকে সাড়ে ১৬ বছরের কারাদণ্ড দেয় ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC) ২০১২ সালে ভুট্টাভিকে সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করে । ইউএনএসসি ভুট্টাভিকে এলইটি প্রধান সন্ত্রাসবাদী হাফিজ সাঈদের ডেপুটি হিসাবে স্বীকৃতি দিয়েছে । ভুট্টাভির বিষয়ে ইউএনএসসি পৃষ্ঠায় বলা হয়েছে যে তিনি হাফিজ সাঈদের আটকের সময়কালে, বিশেষ করে ২৬/১১-এর সন্ত্রাসবাদী হামলার পরের দিনগুলিতে এলইটি-এর দৈনন্দিন কার্য পরিচালনা করেছিলেন । গ্রেফতার হওয়ার আগে ২০০৯ সালের জুন পর্যন্ত এলইটিকে পরিচালনার দায়িত্ব সামলেছিলেন বলে জানিয়েছে ইউএনএসসি । ইউএনএসসি অনুসারে, ভুট্টাভিকে এলইটি-এর অন্যতম প্রধান পণ্ডিত হিসাবে বিবেচনা করা হত । গোষ্ঠীর নেতা ও সদস্যদের নির্দেশ দেওয়া এবং ফতোয়া জারি করে এলইটি অপারেশন অনুমোদন করত ভুট্টাভি । এছাড়া এলইটি-এর মাদ্রাসা নেটওয়ার্ক এবং লাহোরে এর ঘাঁটি স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ওই সন্ত্রাসবাদী । ভুট্টাভির সাথে আল-কায়েদা নেটওয়ার্কের যোগ ছিল । বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে ভুট্টাভির জন্ম ১৯৪০ সাল হিসাবে উল্লেখ করা হয়েছে ।।