দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ অক্টোবর : সুন্দরবন তো দূরের কথা,আশেপাশে তেমন কোনো ঝোপঝাড়ও নেই যেখানে কোনো হিংস্র জন্তু এসে লুকিয়ে থাকতে পারে । অদূরে ভাগিরথী প্রবাহিত হয়েছে ঠিকই,তবে নদীর অন্যপ্রান্তে রয়েছে ঘন জনপদ । তাই চিতাবাঘের মত কোনো হিংস্র প্রাণী আসা এক প্রকার অলীক কল্পনার নামান্তর । তা সত্ত্বেও পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পানুহাট ডাঙাপাড়া এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।
স্থানীয় বাসিন্দাদের দাবি,হুবহু চিতাবাঘের মত গায়ে ডোরা কাটা দাগ যুক্ত একটি প্রাণীকে এলাকার ফাঁকা জায়গায় ঘুরতে দেখেছেন তাঁরা । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাটোয়া থানার পুলিশ বাহিনী । আসে বনবিভাগের কর্মীরাও । তারপর পুলিশ ও বনবিভাগের কর্মীরা হন্যে হয়ে খুঁজেও ওই অজানা প্রাণীর কোনো হদিশ করতে পারেনি । স্থানীয় বাসিন্দা সরমুখি পান্ডে,বিট্টু হকদের কথায়, ‘শুক্রবার রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ ডাঙাপাড়ায় রাস্তার পাশে বালির স্তুপের উপর শুয়েছিল ওই জন্তুটি । হুবহু চিতা বাঘের মতন দেখতে । আগে কখনও এলাকায় চিতাবাঘ দেখা যায়নি ঠিকই । তা সত্ত্বেও আমাদের আতঙ্ক কাটছে না ।’
কাটোয়া রেঞ্জের বনআধিকারিক শিবপ্রসাদ সিনহা বলেন,’কাটোয়ার মত জনবহুল এলাকায় বাঘের দেখা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই । তবে স্থানীয়দের কাছ থেকে প্রাণীটির বিবরণ শুনে মনে হচ্ছে ওটা আদপে বাঘরোল । বাঘরোলের শরীরে চিতাবাঘের মতই ডোরা কাটা দাগ থাকে । আর রাতের অন্ধকারে বাঘরোলকে দেখেই চিতাবাঘ বলে সন্দেহ করছেন স্থানীয়রা । এনিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারন নেই ।’।