এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৯ ডিসেম্বর : প্রয়াত হলেন কন্নড় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী লীলাবতী (Leelavathi) । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর । কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন লীলাবতীদেবী । বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল তাঁকে । শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির এলিট এবং রাজনৈতিক নেতারা লীলাবতীদেবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রবীণ অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন । প্রধানমন্ত্রী নিজের ‘এক্স’ হ্যান্ডেলে শোক প্রকাশ করে লিখেছেন,’কিংবদন্তি কন্নড় চলচ্চিত্র ব্যক্তিত্ব লীলাবতী জি-এর প্রয়াণের কথা শুনে দুঃখিত। সিনেমার একজন সত্যিকারের আইকন, তিনি অসংখ্য চলচ্চিত্রে তার বহুমুখী অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় স্থান করে নিয়েছেন। তার বৈচিত্র্যময় ভূমিকা এবং অসাধারণ প্রতিভা সবসময় মনে রাখা হবে এবং প্রশংসিত হবে। আমার চিন্তা তার পরিবার এবং ভক্তদের সঙ্গে। ওম শান্তি।
অভিনেত্রী লীলাবতী দক্ষিণ কন্নড়ের (Dakshin Kannada) বেলথাংডি (Belthangady) এলাকায় ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন । বিগত ৫ দশক ধরে তিনি অভিনয় জগতে কাজ করেছেন । কন্নড়, তামিল,তেলেগু ও টুলু(Tulu) ভাষায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন লীলাবতীদেবী । তবে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেতে শুরুর দিকে কঠিন লড়াই করতে হয়েছে তাঁকে । কিন্তু ১৯৬০ সালে নির্মিত রণধীর কান্তিরেভে (Ranadheera Kanteerave) ছবি তাঁকে প্রতিষ্ঠা এনে দেয় । কন্নড় সুপারস্টার রাজ কুমার ও লীলাবতী অভিনীত ছবিটি সুপারহিট হয় । এটাই ছিল লীলাবতীদেবীর প্রথম সুপারহিট ছবি । এরপর ১৯৬৩ সালে কন্নড় ভাষায় মুক্তিপ্রাপ্ত ২১ টি ছবির মধ্যে ১১ টিতে রাজ কুমারের বিপরীতে অভিনয় করেন লীলাবতী দেবী । ওই প্রবীন অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ কন্নড় সিনেমা জগৎ ।।