এইদিন ওয়েবডেস্ক,ব্রাসিলিয়া,৩১ অক্টোবর : ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডানপন্থী দলকে হারিয়ে ক্ষমতা দখল করল বামপন্থীরা । দেশটির নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন লুলা দা সিলভা(Lula da Silva) । প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে,বর্তমান প্রেসিডেন্ট জাইর বোলসোনারো (Jair Bolsonaro) পেয়েছেন ৪৯.১ শতাংশ ভোট । সেখানে বামপন্থী দলের প্রাপ্ত ভোট ৫০.৯ শতাংশ । লুলা দা সিলভার জয়ে কয়েক দশকের ব্রাজিলের সবচেয়ে ডানপন্থী সরকারের সমাপ্তি ঘটল ।
লুলা দা সিলভার জয়ে আমেরিকা, ফ্রান্স, কানাডা এবং আরও কয়েকটি দেশের নেতারা অভিনন্দন জানিয়েছেন। ব্রাজিলের ৭৭ বছর বয়সী এই বিরোধীদলীয় নেতা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন “অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনে” জয়ের জন্য ব্রাজিলের নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে রবিবার অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে তিনি দু’দেশের মধ্যে সহযোগিতার প্রত্যাশা করছেন ৷ মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন একটি টুইট বার্তায় অভিনন্দন জানিয়ে বলেছেন,’লুলার সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে আমরা উন্মুখ ।’।