এইদিন ওয়েবডেস্ক,কালনা(পূর্ব বর্ধমান),২৭ সেপ্টেম্বর : সংযুক্ত কৃষক মোর্চার ডাকা কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বনধের সমর্থনে সোমবার পূর্ব বর্ধমানের কালনা মহকুমার বিভিন্ন এলাকায় রেল-সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করল বিভিন্ন বামপন্থী সংগঠনগুলি । এদিন সকালে কালনার ধাত্রীগ্রামে,বৈদ্যপুর শিরিষতলা, মন্তেশ্বরের কুসুমগ্রাম প্রভৃতি এলাকাতে টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষনের জন্য সড়কপথ অবরোধ করে রাখা হয় । অবরোধের জেরে ওই সমস্ত এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।
পাশাপাশি পূর্বস্থলীর ভান্ডারটিকুরি ষ্টেশনে কাটোয়া-ব্যান্ডেল শাখার রেলপথ অবরোধ করে রাখে বামপন্থী সংগঠনগুলির নেতা ও কর্মীরা । অবরোধস্থলে জিআরপি এসে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করে । তখন রেল পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা । ভান্ডারটিকুরি রেলষ্টেশনে অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর,প্রাক্তন বিধায়ক প্রদীপ কুমার সাহা প্রমুখ । প্রায় কুড়ি মিনিট রেল অবরোধ চলে ।।