এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,০২ ফেব্রুয়ারী : আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভার নির্বাচন । আজ বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন । তার আগে বুধবার গভীর রাতে সিপিআই-এম নেতৃত্বাধীন বামফ্রন্ট এবং কংগ্রেস ঘোষণা করেছে যে উভয় দল তাদের আসন ভাগাভাগি চুক্তি অনুসারে একে অপরের বিরুদ্ধে প্রার্থীদের প্রত্যাহার করবে । উল্লেখ্য,গত ২৫ জানুয়ারী নতুন জোট সঙ্গী কংগ্রেসকে ১৩ টি আসন ছেড়ে ৪৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল সিপিআইএম এর নেতৃত্বাধীন বাম দলগুলি । যে কারণে বেজায় চটেছিল জোট সঙ্গী কংগ্রেস । পরে ২৮ জানুয়ারী দলের ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে দেয় কংগ্রেস নেতৃত্ব । তাতে দেখা যায় বাম দল এবং কংগ্রেস উভয়ই অনেক আসনে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে । ফলে প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায় জোটের ভবিষ্যৎ । শেষে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব কাটাতে উদ্যোগী হয় সিপিএম ।
সিপিআই-এম একটি বিবৃতিতে বলেছে যে তারা কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে তাদের অতিরিক্ত প্রার্থীদের প্রত্যাহার করবে এবং কংগ্রেস নেতাদেরও তারা সিপিএমের বিরুদ্ধে প্রার্থী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে । সেই আহ্বানে সাড়া দিয়ে কংগ্রেসের মুখপাত্র তথা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য বুধবার গভীর রাতে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন বৃহস্পতিবার তারা বামফ্রন্ট প্রার্থীদের বিরুদ্ধে দেওয়া দলীয় প্রার্থীদের নাম প্রত্যাহার করে নেবেন ।
জানা গেছে,সিপিআই-এম নেতৃত্বাধীন বামফ্রন্ট ৬০ সদস্যের বিধানসভায় ৪৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে । কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতা করবে ১৩ টি আসনে । অন্যদিকে বিজেপি উপজাতি-ভিত্তিক দল টিপরা মোথার সাথে জোট করবে কিনা তা নিয়ে অনেক জল্পনা চলছিল । ২০১৮ সালে বিজেপি অন্য উপজাতি-ভিত্তিক দল, ত্রিপুরা আদিবাসী পিপলস ফ্রন্ট (আইপিএফটি) এর সাথে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল । যেখানে বিজেপি ৫১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৬ টি আসন জিতেছিল । আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতা করেছিল ৯ টি আসনে । তার মধ্যে ৮ টিতে জিতেছিল । কিন্তু গত পাঁচ বছরে আইপিএফটি-এর ভিত অনেক আলগা হয়ে গেছে । তবুও পুরনো জোটসঙ্গী আইপিএফটি এর সাথে আসন ভাগাভাগি চুক্তি চূড়ান্ত করেছে বিজেপি । এবারে আইপিএফটিকে ৫ টি আসন ছাড়া হয়েছে যা গতবারের থেকে ৪ টি কম । অন্যদিকে বিজেপি একাই ৫৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ।।