প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ সেপ্টেম্বর : আইন অমান্য কর্মসূচীতে যোগ দেওয়া বাম কর্মীরা কলা লুট করছে এক দরিদ্র ফল ব্যবসায়ীর দোকান থেকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই ছবি । যা চাক্ষুষ করে স্মম্ভিত বর্ধমান শহরবাসী।শাসক দলের নেতৃত্বের পাশাপাশি নেটিজেনরাও এই ঘটনার নিন্দায় শরব হয়েছেন। যদিও সিপিআইএম নেতৃত্ব দাবি করেছেন,সিপিএম পার্টির কেউ এই কাজ করতে পারে না ।
বামেদের ডাকা আইন অমান্য কর্মসূচী ঘিরে বুধবার বিকালে বর্ধমানের কার্জনগেট এলাকার পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বাম কর্মীদের । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্য করলে পাল্টা বাম কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছোড়া শুরু করে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, “খণ্ডযুদ্ধ চলার সময়েই একদল বাম কর্মী পৌছে গিয়েছে কার্জনগেটের পাশে থাকা এক বৃদ্ধর ফলের দোকানের সামনে।দেখাযাচ্ছে তার পরেই বাম কর্মী সমর্থকদের কয়েকজন ওই কলার দোকান থেকে কলা লুট করে নিচ্ছে।পথ চলতি কয়েকজন এই ঘটনা প্রত্যক্ষ করে সেখানে থমকে দাঁড়িয়ে পড়েছেন এমন ছবিও ওই ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে ।
দেখুন ভিডিও :
যা নিয়ে রাত থেকেই নিন্দা ঝড় বইতে শুরু করেছে ।
এই বিষয়ে সিপিএম নেতৃত্বে দাবী যাঁরা এই ঘটনা ঘটিয়েছে তারা তাঁদের পার্টির লোক নয় ।সিপিএমের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন,’আমাদের সঙ্গে ব্যবসায়ী বা সাধারণ মানুষের সঙ্গে কোন বিরোধ নেই। আমরা শান্তিপূর্ণ মিছিল করি।আর তৃণমূলের পুলিশ আমাদের মারধর করে।এমনকি আমাদের দলের মহিলাদের পুলিশ মারধর করে ।’
যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র দেবু টুডু বলেন,’এটাই সিপিএমের আসল স্বরুপ । ২০১১ সালের পর থেকে সিপিএমকে চোখে দেখা যেত না ।ওদের দেখতে আলিপুর চিড়িয়াখানায় যেত হত।হঠাৎ করে ওরা এখন চিড়িয়াখানা থেকে বের হয়েছে । তাই কলা তো লুট করবেই ।’।