এইদিন ওয়েবডেস্ক,২৩ আগস্ট : আন্তর্জাতিক মিডিয়া জানিয়েছে যে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলের হামলার ফলে ৫৪৬ জন নিহত হয়েছে। আনাতোলি নিউজ এজেন্সি বৃহস্পতিবার, রাতে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে যে এই সময়ের মধ্যে কমপক্ষে ১,৮৪৮ জন আহত হয়েছে । এই প্রতিবেদনের ভিত্তিতে, এই হামলার ফলে,১১০ জনেরও বেশি লেবাননি তাদের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৮ই অক্টোবর গাজায় ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার পর হামাসের সমর্থনে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালায়। এসব হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি নিহত ও আহত হয়েছে। এসব হামলার জবাবে ইসরাইল বিমান হামলার মাধ্যমে লেবাননের কিছু এলাকায় লক্ষ্যবস্তু করেছে। কয়েকদিন আগে দক্ষিণ লেবাননে এক বিমান হামলায় লেবাননের হিজবুল্লাহ কমান্ডার হুসেইন ইব্রাহিম কাসাবকে হত্যা করে ইসরাইল।।