এইদিন,ওয়েবডেক্স,কলকাতা,০৮ মার্চ : উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালি ‘ত্রাস’ তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের ধর্ষণ বা গণধর্ষণ, ভয় দেখিয়ে জমি লুটের পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকদের উপর হামলার ষড়যন্ত্র করার মতো মারাত্মক সব অভিযোগ উঠেছে । দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্য পুলিশ তাকে সিবিআই এর হাতে হস্তান্তর করতে বাধ্য হয়েছে । বর্তমানে সিবিআই-এর হেফাজতে রয়েছে শাহজাহান । আজ শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য সিবিআই ধৃত তৃণমূল নেতাকে কলকাতার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়েছিল । তখনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহজাহান জানান যে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা । হাসপাতালে যাওয়ার পথে শাহজাহান বলেন,’সব মিথ্যা,একদিন বিচার হবে । আল্লাহ আছে….বিচার একদিন হবে ।’
চলতি বছরের জানুয়ারী মাসের ৫ তারিখে রেশন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে গেলে তার ‘রোহিঙ্গা বাহিনী’র হাতে আক্রান্ত হতে হয় ইডির পাঁচ আধিকারিককে । তার মধ্যে তিন আধিকারিক আর মাথা ফেটে যায় । আক্রান্ত হন সংবাদ মাধ্যমের কর্মীরাও । তারপর থেকে চম্পট দেন শাহজাহান ।
শাহজাহানকে গ্রেফতারির বিষয়ে সন্দেশখালি থানার পুলিশের ভূমিকা নিয়ে আদালতে বারবার প্রশ্ন তোলে ইডি । শেষ পর্যন্ত দীর্ঘ ৫৫ দিন আত্মগোপন করে থাকার পর মিনাখাঁ থেকে শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ । পুলিশ তাকে বসিরহাট আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছিল । এদিকে সন্দেশখালি মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেয় কলকাতা হাইকোর্ট । তদন্ত ভার হাতে পাওয়ার পরেই সিবিআই শাহজাহানকে নিজেদের হেফাজতে চাইলে পুলিশ বিভিন্ন টালবাহানা শুরু করে বলে অভিযোগ । অবশেষে বুধবার সন্ধ্যায় পুলিশ তাকে সিবিআই এর হাতে তুলে দিতে বাধ্য হয় । সিবিআই তাকে নিজাম প্যালেসের নিয়ে গিয়ে টানা জেরা শুরু করে । কিন্তু সিবিআই এর বহু প্রশ্নের উত্তর সন্দেশখালি ওই ওই তৃণমূল নেতা দেননি বলে জানা গেছে ।।