এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ জানুয়ারী : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জির সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর প্রত্যক্ষ যোগসূত্রে খুঁজে পেয়েছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে জমা দেওয়া রিপোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ প্রত্যক্ষভাবে জড়িত বলে দাবি করেছে ইডি । ইডির দাবি, যে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের সম্পত্তি চিহ্নিত করা হয়েছে তা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সাথে সম্পর্ক যুক্ত এবং সম্পত্তিগুলি ইতিমধ্যে অ্যাটাচমেন্ট করার পদ্ধতি শুরু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইডি ।
এর আগে অভিষেক ব্যানার্জির সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি । তারপরেই ওই সংস্থার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ভূমিকা খতিয়ে দেখতে তৎপর হয় ইডি । এমনকি ইডি অভিষেক ব্যানার্জি, অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা এবং কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের প্যান কার্ডের তথ্য জানতে চেয়েছিল বলে খবর ।
উল্লেখ্য,লিপস অ্যান্ড বাউন্ডস-এর সিইও পদে রয়েছেন অভিষেক ব্যানার্জি । সংস্থার তরফে তিনি প্রায় সাড়ে ৫ হাজার পাতার নথি জমা দিয়েছিলেন । সব কিছু খতিয়ে দেখার পর আদালতের নির্দেশে এদিন রিপোর্ট পেশ করে ইডি ।
তবে কলকাতা হাইকোর্ট ২০২৩ সালের মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করার জন্য ইডিকে নির্দেশ দিয়েছিল । কিন্তু এদিন ইডি আদালতের কাছে আরও সময় দেওয়ার জন্য দাবি করে । তারই ভিত্তিতে বুধবার দুপুর আড়াইটের সময় পরবর্তী শুনানির দিন ইডির জয়েন্ট ডিরেক্টরকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন বিচারক । পাশাপাশি ইএসআই হাসপাতালের যে মেডিক্যাল টিম সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা করছেন, ওই টিমকেও শুনানিতে ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক ।।