এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বেলেন্ডা গ্রামের বছর চৌত্রিশের এক বধূ ও তার মায়ের নামে অশালীন ভাষায় লেখা লিফলেট ছড়ানো হল এলাকায় । শনিবার সকালে বেলেন্ডা গ্রামের বাসিন্দাদের বাড়ির দরজায় দরজায় এবং গ্রামের রাস্তা থেকে ভাতার বাজারের দমকল অফিস পর্যন্ত অত্যন্ত কদর্য ভাষায় লেখা প্রচুর লিফলেট ছড়ানো হয়ে । বিষয়টি শোরগোল পড়ে গেছে এলাকায় । তবে কে বা কারা এবং কি উদ্দেশ্যে ওই লিফলেট ছড়ানো হল তা এখনো স্পষ্ট নয় । এদিকে লিফলেট ছড়ানোর কথা জানতে পেরে মায়ের সঙ্গে ভাতার থানার এসে পুলিশের হাতে একটি লিফলেট তুলে দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই বধূ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । বধূ বলেন,’এদিন সকালে জানতে পারি যে আমার ও মায়ের নামে কদর্য ভাষায় একটা বয়ান লিখে লিফলেট ছড়ানো হয়েছে । কে বা কারা করেছে আমি জানিনা তবে লজ্জায় বাড়ি থেকে বের হতে পারছি না । দোষীদের খুঁজে বের করে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছি ।’
জানা গেছে,ভাতার থানার বেলেন্ডা গ্রামে বাপের বাড়ি ওই মহিলার । বছর আঠারো আগে ভাতার থানার কালুত্তক গ্রামে তার বিয়ে হয়েছিল । কিন্তু স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে তিনি এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে বেলেন্ডা গ্রামে বাপেরবাড়িতে চলে আসেন । এরপর ফের একবার বিয়ে হয় তার । কিন্তু তিনি বাপের বাড়িতেই রয়ে গেছেন । ইতিমধ্যে ওই মহিলার মেয়ের বিয়ে হয়ে যায় । বর্ধমানে একটি নার্সিংহোমে কাজ করে বিধবা মা ও ছেলেসহ ৩ জনের সংসারের অন্নসংস্থান করেন তিনি ।
কিন্তু এমন একটি হতদরিদ্র পরিবারের দুই মহিলার নামে কে বা কারা ওই লিফলেট ছড়ালো তা নিয়ে ধন্দ্ব রয়ে গেছে এখনো । গ্রামবাসীরাও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি । তবে অনুমান করা হচ্ছে যে পূর্ব শত্রুতার কারনেই বধূর পরিচিতরাই এই কান্ড ঘটিয়েছে । কারন স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে বধূ ও তার মায়ের প্রতি ক্ষোভ আছে বলে সূত্রের খবর ।।