এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৭ মে : রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন হতে চলেছে । ওইদিন সকালে সংসদ ভবনের উদ্বোধন করে জাতীর জন্য উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিকে ২১টি রাজনৈতিক দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার ঘোষণা করেছে । এবার এই বয়কটের আহ্বানের নিন্দা জানিয়ে শুক্রবার জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকজন নেতা ও কর্মী উদ্বোধনী অনুষ্ঠানের সমর্থনে এগিয়ে এলেন । তারা বয়কটকারীদের আচরণকে “শিশুসুলভ” বলে বর্ণনা করেছেন । পাশাপাশি বয়কট রাজনীতির তীব্র সমালোচনা করে মোদী সরকারের সমর্থনে চিঠি দিলেন প্রায় ২৮০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব ।
এএনআই-এর সাথে কথা বলার সময় জম্মু- কাশ্মীরের সামাজিক-রাজনৈতিক কর্মী আদিল হুসেন বলেছেন যে নতুন সংসদ ভবনটি গণতন্ত্রের মন্দির এবং এটি বিরোধীসহ সকলের জন্য গর্বের বিষয় । বিগত ৭০ বছরে আমাদের এমন নেতৃত্ব ছিল না। আপনি যদি বিশ্বব্যাপী রেটিং দেখেন, প্রধানমন্ত্রী মন্ত্রী মোদীর রেটিং ৭৮, যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রেটিং মাত্র ৪৩ । বিরোধীরা বিরোধিতা করেছে ঠিকই কিন্তু আমরা মনে করি না যে এটি খুব বড় সমস্যা । এটা নিয়ে রাজনীতি করা উচিত নয় ।
অন্যদিকে প্রাক্তন রাষ্ট্রদূত ভাস্বতী মুখার্জীর নেতৃত্বে ১০ জন কূটনীতিক ও রাষ্ট্রদূত, ১০০ জন অবসরপ্রাপ্ত সেনা, এবং ৮২ জন বিশিষ্ট শিক্ষাবিদ সহ ২৮০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব বিরোধী দলের বয়কট রাজনীতির তীব্র সমালোচনা করে মোদী সরকারের সমর্থনে খোলা চিঠি দিয়েছেন । ভাস্বতী মুখার্জী বলেছেন,নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে বয়কট করে বিরোধীরা যে সংকীর্ণ রাজনৈতিক চিন্তাভাবনার পরিচয় দিলেন তাতে আন্তর্জাতিক বিশ্বে ভারতের ভাবমূর্তিকে ক্ষুন্ন করবে । নতুন সংসদ ভবন দেশের ঐতিহ্য এবং গণতন্ত্রের প্রতীক ।’ বিরোধী দলগুলির ‘বয়কট রাজনীতি’র তীব্র সমালোচনা করে তিনি জানিয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তিকে উজ্জ্বল রাখতেই তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে এগিয়ে আসতে বাধ্য হয়েছেন । এর মধ্যে কোনো রাজনীতি নেই ।।