প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ ডিসেম্বর : হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হেয়েছে ভারতের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তাঁর সহ কর্মীদের ।নিহত সেইসব সেনা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শহর বর্ধমানে মোমবাতি হাতে মিছিল করলো বিজেপি নেতা ও কর্মীরা । পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা সহ অন্য জেলা নেতৃত্ব সেই মিছিলে পা মেলান। বর্ধমানের বীরহাটা ব্রীজের কাছ থেকে শুরু হওয়া মৌন মিছিল কার্জনগেটের কাছে পৌছে শেষ হয় ।
মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে
শুভেন্দু অধিকারী বলেন , প্রায়ত দেশের সেনা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরা এদিন অরাজনৈতিক মিছিল করলেন । দলের কর্মীদের পাশাপাশি বর্ধমানের সাধারণ মানুষ মোমবাতি মিছিলে অংশ নিয়েছেন।নিহত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তার স্ত্রী ও সহকর্মীদের আত্মার অমরত্ব কামনা করেই এদিন এই কর্মসূচি নেওয়া হয়েছে ।
কলকাতা পুরভোট প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন ,কলকাতার পুরভোট আধা সেনা দিয়েই করা উচিত। বিজেপি সব ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে।তৃণমূলের হামলার ভয় থাকা সত্বেও বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন।কলকাতার মানুষ জনাব ফিরহাদ হাকিমের উপর নয়,তাঁরা সনাতনী বিজেপি কর্মীদের হাতেই কলকাতার পুরসভার ভার তুলে দেবেন বলে শুভেন্দু অধিকারী দাবি করেন ।।