এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ সেপ্টেম্বর : বর্ষীয়ান সাংবাদিক ও সমাজকর্মী প্রসূন মৈত্র আজ নিজের ফেসবুক পেজে একটা গ্রপ চ্যাট পোস্ট করেছেন । চ্যাটটি অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন গ্রুপের৷ চ্যাটে বিজেপির ভোটারদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছে জনৈক মোতাহার হোসেন নামে একজন মুসলিম আইনজীবী ৷ তবে যেটাতে মানুষ অবাক হয়েছে, সেটা হল তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর তার ওই বিতর্কিত মন্তব্যকে সমর্থন করেছেন । যদিও এই চ্যাটের সত্যতা এইদিনের পক্ষে জানা সম্ভব হয়নি ।
প্রসূন মৈত্রের শেয়ার করা ওই চ্যাট অনুযায়ী, অ্যাডঃ মোতাহার হোসেন লিখেছেন,’ভারতের ৩৬.৬% (২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপির ভোটের অংশ) জনসংখ্যা যদি দিনে একবারে গোবর/গরুর বিষ্ঠা খায়, তবুও এটি ভারতের খাদ্য নিরাপত্তায় বিশাল অবদান রাখবে এবং মোদী সরকার প্রতি মাসে ৫ কেজি রেশনের মতো রেভডি বন্ধ করতে সক্ষম হবে এবং ভারতকে দ্রুত ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’ তাকে সমর্থন করে টিএমসি মন্ত্রী হুমায়ুন কবীর লিখেছেন,”ভালো বিশ্লেষণ।” প্রতিক্রিয়ায় মোতাহার হোসেন হাসির ইমোজি ব্যবহার করেছেন ।
প্রসূন মৈত্র প্রতিক্রিয়ায় লিখেছেন,’২০২৪ এর লোকসভা নির্বাচনে যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের একবেলা গোবর আর গোমূত্র খেয়ে থাকা উচিত, তাহলে দেশের খাদ্য সমস্যা কমবে”- কে বলছে, একজন সুপ্রিম আইনজীবী আর সেটাকে সমর্থন করছে রাজ্যের শাসকদলের এক বিধায়ক যিনি একজন প্রাক্তন পুলিশকর্তা। হিন্দুদের প্রতি কতখানি ঘৃণা এদের আছে সেটা বুঝতে পারছেন তো? ও হ্যাঁ, তেলেনিপাড়া দাঙ্গার সময় এই বিধায়কের উপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল।’ যদিও ওই চ্যাটের বিষয়ে হুমায়ুন কবীর বা অ্যাডঃ মোতাহার হোসেনের মতামত নেওয়া সম্ভব হয়নি । তবে এনিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নজন বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন ।।