এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০৯ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের বিনা প্ররোচনায় গুলি চালানোয় আহত হয়েছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের ১৪৮ ব্যাটেলিয়নের এইচসি/জিডি ২৮ বছর বয়সী লাল ফাম কিমার । তাকে চিকিৎসার জন্য রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসার পর একটি সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । সীমান্ত নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার তাদের সহকর্মীর সর্বোচ্চ আত্মত্যাগকে স্যালুট করেছে ।
একজন স্থানীয় বাসিন্দা এএনআইকে জানিয়েছেন যে তিনি বৃহস্পতিবার ভোর রাত ২-২.৩০ নাগাদ বিএসএফ সৈন্য এবং পাকিস্তানি রেঞ্জার্সের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের সাক্ষী ছিলেন । স্থানীয়রা এএনআই-কে বলেন,এখানে (বিএসএফ সৈন্য এবং পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে) ব্যাপক গুলি বিনিময় হয়েছিল। পাকিস্তানি বাহিনী বিনা উস্কানিতে গুলি চালানোর ফলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছিল। ৪-৫ বছর পর রামগড় সেক্টরে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময় হয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা ।।